অস্ট্রেলিয়ার কারাগারে থাকা স্থানীয় আদিবাসীদের হার কমাতে সামাজিক উদ্যোগ প্রয়োজন

BPG with artwork Start of a Chapter 2024, launch event, Future Dreaming 2024, The Torch Gallery, Carlton (Supplied. Photograph Tiffany Garvie).jpg

BPG with artwork Start of a Chapter 2024, launch event, Future Dreaming 2024, The Torch Gallery, Carlton Source: Supplied / Tiffany Garvie

সরকারি তথ্য-উপাত্ত অনুসারে, নিউ সাউথ ওয়েলসে স্থানীয় আদিবাসীদের কারাগারে থাকার হার অধিকতর মন্দ হচ্ছে। কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক স্থানীয় আদিবাসী এবং শিশুদের অতিরিক্ত হার রোধে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে প্রচেষ্টা চালানোর জন্য আহ্বান জানাচ্ছে অ্যাডভোকেসি গ্রুপগুলো।


নিউ সাউথ ওয়েলসে আদিবাসীদের কারাগারে থাকার হার আরও খারাপ হচ্ছে। সরকারি নতুন তথ্যে এ কথা জানা গেছে।

এতে দেখা যায়, ২০২৪ সালের, অর্থাৎ, এ বছরের সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসে রেকর্ড সংখ্যক আদিবাসী প্রাপ্তবয়স্কদেরকে কারাগারে রাখা হয়েছে। এই সংখ্যা ৪,১০০ এরও বেশি।

আদিবাসীরা এই রাজ্যের জনসংখ্যার ৩.৪ শতাংশ হলেও, কারাগারে থাকা প্রাপ্তবয়স্কদের মাঝে ৩২ শতাংশই আদিবাসী। এত্থেকে কারাগারে তাদের উচ্চহারের বিষয়টি বোঝা যায়।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ‍উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share