কার্বন নিঃসরণের জন্য মানুষই দায়ী

A LinkNYC street kiosk displays the temperature at 11AM in the Chelsea neighborhood of New York on Saturday, July 20, 2019

A LinkNYC street kiosk displays the temperature at 11AM in the Chelsea neighborhood of New York on Saturday, July 20, 2019. Source: AAP

পৃথিবী জুড়ে একদল বিজ্ঞানীর করা বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে, কার্বন নিঃসরণের জন্য মানুষই দায়ী। এর ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা।


বর্তমান বৈশ্বিক উষ্ণতা যে গতিতে বাড়ছে তা এর আগে আর কখনই দেখা যায় নি। তিনটি নতুন গবেষণায় এ রকম তথ্য উঠে এসেছে। এসব গবেষণার রিপোর্টগুলোতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মানবজাতিই দায়ী।

ড. বেঞ্জামিন হ্যানলি অস্ট্রেলিয়ার একমাত্র বিজ্ঞানী যিনি এ রকম একটি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, জলবায়ু পরিবর্তনে মানুষ গভীর প্রভাব ফেলছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share