বর্তমান বৈশ্বিক উষ্ণতা যে গতিতে বাড়ছে তা এর আগে আর কখনই দেখা যায় নি। তিনটি নতুন গবেষণায় এ রকম তথ্য উঠে এসেছে। এসব গবেষণার রিপোর্টগুলোতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মানবজাতিই দায়ী।
ড. বেঞ্জামিন হ্যানলি অস্ট্রেলিয়ার একমাত্র বিজ্ঞানী যিনি এ রকম একটি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, জলবায়ু পরিবর্তনে মানুষ গভীর প্রভাব ফেলছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।