নাইডক সপ্তাহ: আপনার নিকটে থাকা তাৎপর্য্যপূর্ণ ইন্ডিজিনাস স্থানগুলো

A bushwalker looking at a rock at the Aboriginal Heritage walk, Ku-ring-gai National Park, NSW

A bushwalker looking at a rock at the Aboriginal Heritage walk, Ku-ring-gai National Park, NSW Source: Source: NSW Dept of Planning, Industry and Environmen

অস্ট্রেলিয়ান ক্যালেন্ডারে নাইডক (NAIDOC) সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমরা প্রতিবছর জুলাই মাসে এবরোজিনাল এবং টরে' স্ট্রেইট আইল্যান্ডার মানুষদের ইতিহাস, সংস্কৃতি এবং অর্জনকে স্বীকৃতি দিতে নাইডক (NAIDOC) সপ্তাহ পালন করি।


গুরুত্বপূর্ণ দিকগুলো 

  • আদ্যাক্ষর NAIDOC বলতে বোঝায় ন্যাশনাল এবরোজিনাল এন্ড আইল্যান্ডারস ডে অবজারভেন্স কমিটি
  • নাইডক সপ্তাহ ২০২১ উদযাপিত হবে ৪ থেকে ১১ জুলাই পর্যন্ত
  • এবছরের নাইডক সপ্তাহে যে থিমটি রয়েছে যার মধ্যে আছে নিজ ভূমি এবং এবরোজিনাল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যত্নবান হওয়া তা আসলে সকল অস্ট্রেলিয়ানদের দায়িত্বের মধ্যে পড়ে

২০২১ সালের নাইডক (NAIDOC) সপ্তাহের থিমটি হচ্ছে হিল কান্ট্রি (Heal Country) !  

সেটেলমেন্ট গাইডের এই এপিসোডে আমরা দেখবো কিভাবে আপনি তাৎপর্য্যপূর্ণ এবরোজিনাল সাইটগুলো দেখতে এবং সম্মান জানাতে পারেন, আর এগুলো রয়েছে আমাদের শহরগুলোর কাছাকাছি।  

আদ্যাক্ষর NAIDOC বলতে বোঝায় ন্যাশনাল এবরোজিনাল এন্ড আইল্যান্ডারস ডে অবজারভেন্স কমিটি। এটি শোকের দিবস হিসেবে প্রথমে পালন করা হতো, পরে এটি টরে' স্ট্রেইট আইল্যান্ডার জনগণের সপ্তাহব্যাপী উদযাপনের ইভেন্ট হিসেবে আবির্ভুত হয়।  

স্টেসি পাইপার একজন উড়ান্ডজেরি এবং যা যা উরুঙ নারী এবং ভিক্টোরিয়ান নাইডক কমিটির চেয়ারপারসন।
তিনি বলেন, "আমাদের মনে রাখতে হবে যে এর মূল ঘটনাটি উদযাপনের ছিল না, বরং এটি ছিল আমাদের ওপর অন্যায্য আচরণ চাপিয়ে দেয়া।" 

নাইডক সপ্তাহ ২০২১ উদযাপিত হবে ৪ থেকে ১১ জুলাই পর্যন্ত। এই বছরের থিম হচ্ছে হিল কান্ট্রি! এর মাধ্যমে পরিবেশ এবং পবিত্র স্থানগুলো আরো ভালোভাবে রক্ষার আহবান জানানো হবে, যার সাথে ট্র্যাডিশনাল ওউনারদের সাংস্কৃতিক উত্তরাধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত।
Charcoal Lane mural in Melbourne’s Gertrude Street, Fitzroy by Gunnai Waradgerie artist Robert Young.
Charcoal Lane mural in Melbourne’s Gertrude Street, Fitzroy by Gunnai Waradgerie artist Robert Young. Source: NITV.
হিল কান্ট্রি হচ্ছে এই ভূমির দায়িত্ব গ্রহণ এবং এর সাথে সংশ্লিষ্ট সবকিছুর প্রতি সম্মান প্রদর্শন: যেমন অস্তিত্ব আছে এমন সকল বিষয়, আধ্যাত্মিকতা, পরিচয়, ঘটনা এবং বিশ্বাস।  এটি হচ্ছে ঐতিহ্যগতভাবে ভূমি ব্যবস্থাপনা কর্মকে স্বীকৃতি দেয়া যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। এর মাধ্যমেই দেশকে সম্মান করা হয়।  

স্টেসি পাইপার বলেন, দেশকে সম্মান করার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ সাইটগুলোতে লোকজনের চলাচল সীমাবদ্ধ করে পবিত্র স্থানগুলোকে রক্ষা করা।
A man rests on his bike (C-below), as he looks out from Kings Park onto Perth's Swan River and foreshore.
Perth, AUSTRALIA: A man rests on his bike (C-below), as he looks out from Kings Park onto Perth's Swan River and foreshore, 15 October 2006. Source: GREG WOOD/AFP via Getty Images
ওয়েলি বেল একজন গুনাওয়াল পুরুষ যিনি ক্যানবেরা অঞ্চলে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সংরক্ষণের কাজে যুক্ত। একজন ট্র্যাডিশনাল  কাস্টোডিয়ান হিসেবে গুরুত্বপূর্ণ সাইটগুলোতে সাংস্কৃতিক কর্ম পর্যবেক্ষণে তার কিছু যুক্তি আছে।  

ক্যানবেরা রিজিওনটি হাজার হাজার গুরুত্বপূর্ণ সাইটের জন্য বিখ্যাত, এর অনেকগুলোতেই জনসাধারণের প্রবেশাধিকার আছে।
সিডনি সিবিডির ২৫ কি.মি. উত্তরে কু রিং গাই চেইজ ন্যাশনাল পার্কটি অবস্থিত। এখানে ৩৫০টি এবরোজিনাল সাইট চিহ্নিত করা হয়েছে, এটি অস্ট্রেলিয়ার ঘনত্বের সবচেয়ে বড় রেকর্ড। এখানে ট্র্যাডিশনাল ওউনারদের পাথুরে চিত্রকর্ম এবং খোদাই করা শিল্পকর্মগুলোর এবরোজিনাল হেরিটেজ হেটে হেটে দেখতে পাওয়া যায়।  

আমাদের সিটিগুলোর কেন্দ্রস্থলগুলোতেও গুরুত্বপূর্ণ সাইটসমূহ দেখা যাবে।  

পার্থের কিংস পার্কও একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এলাকা যেখানে আছে বুডজা নার্নিং ওয়াক। এখানে পায়ে হাটার ট্র্যাকটি নারী ও পুরুষদের ট্রেইলের মধ্যে ভাগ হয়ে গেছে তাদের ঐতিহ্যবাহী ভূমিকা এবং জ্ঞানের বিষয়গুলোর পার্থক্য তুলে ধরেছে। 

মেলবোর্নে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি দ্বারা নির্মিত একটি মোবাইল এপ থেকে শ্রোতাদের তথ্য জানানো হয়।  ইয়ালিংগুথ এপটি ফিটজরয়ের এবরোজিনাল ইতিহাসের সাথে আপনাকে সংযুক্ত করবে। অনিন্দ্যসুন্দর শব্দ, পারিপার্শ্বিক অঞ্চল, এবং একজোড়া হেডফোন আপনাকে নিয়ে যাবে বিখ্যাত গারট্রুড স্ট্রীটের মধ্যে দিয়ে। 

এই এপটির সাথে কাজ করছেন ইয়োরটা ইয়োরটা পুরুষ ববি নিচোলস।  
The boulder on top of Cypress Pine Lookout at Namadgi National Park
The boulder on top of Cypress Pine Lookout at Namadgi National Park Source: Getty Images/Jonathan Steinbeck
ইয়ালিংগুথ এপটি এই মাসে মেলবোর্নে শুরু করা হয়েছে। 

স্টেসি পাইপার বলেন, এবছরের নাইডক সপ্তাহে যে থিমটি রয়েছে যার মধ্যে আছে নিজ ভূমি এবং এবরোজিনাল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যত্নবান হওয়া তা আসলে সকল অস্ট্রেলিয়ানদের দায়িত্বের মধ্যে পড়ে। 

এ সম্পর্কিত অনলাইন উপাত্ত হাতের নাগালেই রয়েছে। খুঁজে দেখুন সাইটের ভেতর হাটার রাস্তাগুলো, বিভিন্ন রিজিয়নে কারা কারা ট্রাডিশনাল ওউনার এবং কিভাবে ইন্ডিজিনাস ক্যালেন্ডারগুলো পরিবেশকে বর্ণনা করছে। 

নর্থার্ন টেরিটরি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে ইন্ডিজিনাস ভাষাভিত্তিক গ্রুপগুলোর সাথে সিএসআইআরও একসাথে একটি ক্যালেন্ডার সিরিজ করেছে, যেখানে দেখা যায় ইন্ডিজিনাস জনগণ পরিবেশ এবং জলবায়ুর ক্ষেত্রে কী গভীর জ্ঞান রাখতো। এগুলো সিএসআইআরও ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

ববি নিচোলস বলেন, আমাদের নিজেদের শিক্ষিত করা শুধু এবরোজিনাল লোকদেরই দায়িত্ত্ব নয়।  

নাইডক সপ্তাহ হচ্ছে আমাদের নিজেদের শিক্ষিত করে তোলার সময়, আমাদের পরিবেশকে নিয়ে গভীরভাবে ভাবা এবং চারপাশ ও ফার্স্ট নেশনস পিপলদের সাংস্কৃতিক ঐতিহ্যকে যেভাবে আমরা দেখি সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সময়। 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

আরও দেখুনঃ 



 


Share