“কথা শোনার আগেই আমি গান শুনে বড় হয়েছি”

WhatsApp Image 2023-08-02 at 3.43.41 PM.jpeg

ভাল ও শুদ্ধ সঙ্গীতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সঙ্গীত-শিল্পী নাফিসা আজাদ বলেন, “শিল্পীদেরকে যথাযথ মর্যাদা দিন। আপনারা যত মর্যাদা দিবেন, যত সম্মান দিবেন তারা তাত্থেকেও বেশি আপনাদেরকে সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করবে।” Credit: Nafisa Azad

শাস্ত্রীয় রাগ-সঙ্গীতের অনুরাগী নাফিসা আজাদের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে, একটি সঙ্গীত পরিবারে। প্রথাগত এবং শাস্ত্রীয়, দু’ধরনের গানেরই তালিম নিয়েছেন তিনি। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও সঙ্গীত-শিল্পী সেলিনা আজাদের সর্বকণিষ্ঠ মেয়ে নাফিসা আজাদ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


খুব ছোটবেলায় গান শেখার বিষয়ে নাফিসা আজাদ বলেন,

“যেহেতু আমি একটা সঙ্গীত-পরিবারে বড় হয়েছি, আমি বলবো যে, কথা শোনার আগেই তো আমি আসলে গান ‍শুনে বড় হয়েছি।”

“বোঝার আগেই গান শেখাটা শুরু হয়ে গিয়েছে।”

ভাল ও শুদ্ধ সঙ্গীতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,

“আমি সবাইকে বলবো, আপনারা ভাল সঙ্গীতের, শুদ্ধ সঙ্গীতের ও মৌলিক গানের সাথে থাকুন। আর, শিল্পীদেরকে তাদের যথাযথ মর্যাদা দিন। আপনারা যত মর্যাদা দিবেন, যত সম্মান দিবেন তারা তাত্থেকেও বেশি আপনাদেরকে সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করবে।”

নাফিসা আজাদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share