সোশ্যাল কোহেশন রিপোর্ট: নবাগতদের নিয়ে উদ্বেগ থাকলেও বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে

Businessmen on the street standing in crowds of walking people

Businessmen on the street standing in crowds of walking people. 3D generated image (Getty) Credit: gremlin/Getty Images

বিগত ১৭ বছরের মধ্যে এবার অস্ট্রেলিয়ায় সোশ্যাল কোহেশন নিম্ন পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতি, গৃহায়ন, অভিবাসন এবং বহির্বিশ্বে সংঘাতের মতো বিষয়গুলো অস্ট্রেলিয়ায় বসবাসকারী কমিউনিটিগুলোকে প্রভাবিত করেছে।


স্ক্যানলন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, মাল্টিকালচারিজমের প্রতি ইতিবাচক মনোভাবের বিষয়টি সবার উপরে রয়েছে। তবে, অভিবাসন এবং বড় বড় ধর্মের প্রতি নেতিবাচক মনোভাব দেখা গেছে।

সোশ্যাল কোহেশন বা সামাজিক আসঞ্জন, আরও সহজ করে বললে, এটি হলো সবাই মিলে একত্রে মিলেমিশে থাকা। দেখা যাচ্ছে, এটি এমনই একটি টার্ম বা পরিভাষা, এ বছর যা অস্ট্রেলিয়ার রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে এবং এটিকে এড়ানো যাচ্ছে না।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ‍উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share