সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ক ভিডিওগুলো কতটুকু নির্ভরযোগ্য?

TENNIS NOVAK DJOKOVIC VISA

Signage for the Australian Government Department of Home Affairs is seen in Melbourne, Saturday, January 15, 2022. Source: AAP / JAMES ROSS

অস্ট্রেলিয়ান অভিবাসন বিষয়ক নির্ভরযোগ্য তথ্যের জন্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট দেখার পরামর্শ দেন সিডনির রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।


অস্ট্রেলিয়ায় অভিবাসনের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে কাউসার খান বলেন,

“অস্ট্রেলিয়ায় অভিবাসনের সার্বিক পরিস্থিতি অবশ্যই আগের থেকে শিথিল। সরকার অভিবাসন-প্রক্রিয়া শিথিল করেছে। ভিসা প্রসেসিং সময় কিছুটা কমিয়ে এনেছে এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত অস্থায়ী বাসিন্দাদের স্থায়ী হওয়ার সুযোগ আগের থেকে একটু বেশি দিয়েছে, বলা যায়।”

শিথিল বলতে আবশ্যিক শর্ত কমিয়ে দিয়েছে, বিষয়টি এ রকম নয়, বলেন তিনি।
“তবে কোনোভাবেই এর মানে এই নয় দক্ষতা ও যোগ্যতার ব্যাপারে ছাড় অভিবাসন বিভাগ এখনও দিয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ক ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। এগুলো কতটুকু নির্ভরযোগ্য? এ সম্পর্কে কাউসার খান উদ্বেগ প্রকাশ করে বলেন,

“আমি উদ্বিগ্ন এটা নিয়ে যে, বিভিন্ন ভিসার ভুল ব্যাখ্যা, মূলত তারা ভিউ পাওয়ার জন্য (করে থাকে)। এগুলো যদি সরাসরি কেউ অনুসরণ করে, তাহলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাই বেশি।”

তবে তিনি বলেন,

“এর পাশাপাশি আমি এটাও বলবো যে, তাই বলে সকল ভিডিও কিংবা তথ্যই যে এড়িয়ে চলতে হবে, এমনটা নয়। সাধারণ ধারণা নেওয়ার জন্য ভিডিও, বিভিন্ন আর্টিকেল, এসব অনুসরণ করা যেতে পারে।”

অস্ট্রেলিয়ান ভিসা-সংক্রান্ত তথ্যের জন্য তিনি ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইটটি দেখতে বলেন।

কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন। 

আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:
আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স:

Share