“ট্রেডি পেশায় কাজের প্রচুর সুযোগ আছে”

ملايين ضائعة ومنازل غير مكتملة: الافلاس يطيح بمزيد من شركات البناء في استراليا ولا عزاء للمواطنين

Source: AAP

অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের ট্রেডি পেশায় কাজের কী রকম সুযোগ রয়েছে? এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির ইলেক্ট্রিকাল ও এয়ারকন্ডিশন কন্ট্রাক্টর মোহাম্মদ ইরফান খান।


অস্ট্রেলিয়ায় ট্রেডি পেশাগুলোতে কাজের চাহিদা সম্পর্কে সিডনির ইলেক্ট্রিকাল ও এয়ারকন্ডিশন কন্ট্রাক্টর মোহাম্মদ ইরফান খান বলেন,

“এখানে প্রচুর কাজের চাহিদা আছে। অনেক ক্যাটাগরি আছে। আমরা হয়তো অনেকে মনে করি, এটা হার্ড জব। সেজন্য হয়তো এটা করতে অনেকে আসে না। কিন্তু, এখানে অনেক সুযোগ আছে উপার্জনের।”
বাংলাদেশীরা অনেক সময় ট্রেডি পেশাগুলোতে আগ্রহী হয় না। এ সম্পর্কে ইরফান খান বলেন,

“প্রচুর কাজের চাহিদা আছে। আমাদের বাংলাদেশী হাতে গোণা কয়েকজন ট্রেডি আছে। এরা আমাদের বাংলাদেশী কমিউনিটির কাজ করেই শেষ করতে পারছে না।”

তিনি বলেন, “প্লাম্বিং পেশায় আমাদের বাংলাদেশী কমিউনিটির কেউ নেই।”

তার মতে, ইলেক্ট্রিকাল, এয়ারকন্ডিশনং, প্লাম্বিং, টাইলিং, পেইন্টিং ও ল্যান্ডস্ক্যাপিং-সহ বিভিন্ন ট্রেডি পেশায় প্রচুর পরিমাণ কাজ আছে।

ট্রেডি পেশা শুরুটা কীভাবে করতে হবে জানতে চাইলে ইরফান খান বলেন,

“যে-কাজেই আপনি আগ্রহী হন না কেন, তাতে ব্যাকগ্রাউন্ড থাকলে ভাল হয়। তবে, সেটা না থাকলেও ভয় পাওয়ার কিছু নেই।”

“যদি কেউ ইলেক্ট্রিকাল বা এয়ারকন্ডিশনিং-এর কাজ করতে চান, তাহলে টেফ (TAFE) ও অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, যেগুলোতে তারা পড়াশোনা করতে পারেন।”

সে-সব শিক্ষা-প্রতিষ্ঠান থেকে শিক্ষা-নবিশীর জন্যও সহায়তা করা হয়, বলেন তিনি।

মোহাম্মদ ইরফান খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share