ড. ফারজানা মাহবুবার সাথে দুপর্বের আলাপচারিতার দ্বিতীয় অংশটি এখানে প্রকাশ করা হলো।
প্রচলিত ধর্মীয় বয়ান এবং ধারণা নারীর অগ্রগতির পথে বাধা নাকি এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা আছে?
এ প্রসঙ্গে ড. ফারজানা মাহবুবা বলেন, ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষিতে ইসলামের ব্যাখ্যা বিভিন্ন কমিউনিটিতে বিভিন্নভাবে গড়ে উঠেছে।
"যেমন ধরা যাক, তিউনিসিয়ার মহিলারা যে ধরণের স্বাধীনতা এখন পাচ্ছে, সেটা সৌদি আরবে কল্পনাও করা যায় না, অথচ দুটোই মুসলিম সোসাইটি।"
"কিছু মুসলিম দেশে হেড অফ স্টেট মহিলা, অথচ মধ্যপ্রাচ্যের কোন দেশে এটা কল্পনারও বাইরে, এটাই প্রমান করে যে ইসলাম কমিউনিটি ভেদে ভিন্নভাবে ডেভেলপ করে," বলেন তিনি।
তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের সময় আমাদের মেরুদন্ড ভেঙে দেয়া হয়েছে, এবং সেসময় বেগম রোকেয়াসহ নারী অধিকার নিয়ে যারা কাজ করেছেন তারা দেখিয়েছেন যে, পর্দা ব্যবস্থার নামে 'মেয়েদেরকে যেভাবে প্রাইভেটাইজেশন করা হয়েছে' তা এই যুগে এসে আরো সমস্যাজনক হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়ার প্রেক্ষিতে এক ডাক্তার দম্পতির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ডাক্তার স্বামী অস্ট্রেলিয়ায় এসে ইসলামে বেশ ভালভাবে ঝুঁকে পড়েছেন - এখন তিনি তার স্ত্রীকে তার আগের পেশায় ফিরে যেতে 'অনুমতি দেবেন না', যা অস্ট্রেলিয়ার আইনে কোন নাগরিকের কাজের স্বাধীনতা এবং অধিকারের বরখেলাপ।
ড. মাহবুবা ব্যাখ্যা করে বলেন, এখানে অস্ট্রেলিয়ার আইনে একজন মানুষের অধিকারকে সরাসরি ধর্মের সাথে সাংঘর্ষিক করে ফেলা হয়েছে।
তিনি বলেন, (এসব ক্ষেত্রে) ধর্মের ব্যবহার, অপব্যবহার, ব্যাখ্যা এবং অপব্যাখ্যা, সবই করা হচ্ছে বিশেষ করে যখন নারীদেরকে কনফাইন (নিয়ন্ত্রণ) করার দরকার হয়।
বাংলাদেশের সামাজিক জীবনে এক ধরণের পরিবর্তন ঘটে গেছে, মানুষ আরও ধর্মীয় ঐতিহ্যের দিকে ঝুঁকে পড়ছে - সার্বিকভাবে এটি নারীদের জন্য কী ফল বয়ে আনতে পারে বলে?
এ বিষয়ে ড. মাহবুবা বলেন, শুধু বাংলাদেশেই না, পশ্চিমা দেশগুলোতেও মানুষ ধর্মের দিকে ঝুঁকছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, এটা আধুনিক সমাজের জটিলতা, এবং উন্নত প্রযুক্তি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মত বিষয়গুলো মানুষের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা তৈরী করছে, এসময় মানুষ এমন কিছু আঁকড়ে থাকতে চায় যা তাকে এক ধরণের নিশ্চয়তা দেবে, আর তারই একটি রূপ হচ্ছে ধর্মের দিকে ঝুঁকে পড়া।
"তবে এটি বাংলাদেশের মুসলমান নারীদের জন্য ভাল না খারাপ এটা বলা কঠিন," বলেন ড. মাহবুবা।
তিনি আরও যোগ করে বলেন, যখন নারীরা তার অধিকারগুলো ভালভাবে বুঝতে শিখবে তখন (দাবী আদায়ে) তার সংগ্রামগুলো অনেক সহজ হয়ে যায়।
ড. ফারজানা মাহবুবার দুপর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।