“অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে”

E-Passport 2.jpg

প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আল্লামা সিদ্দিকী বলেন, “সামষ্টিক স্বার্থ বাংলাদেশের যেটা, সেটার পক্ষে আপনারা থাকবেন, বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যে উজ্জ্বল দিকগুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবেন।” Credit: Bangladesh High Commission, Canberra

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক, আমদানি-রপ্তানি, কনসুলার সেবা এবং রোহিঙ্গা ইস্যু-সহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আল্লামা সিদ্দিকী।


“অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে”, বলেন হাইকমিশনার মোহাম্মদ আল্লামা সিদ্দিকী।

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীদের প্রতি তিনি বলেন,

“আপনারা বাংলাদেশের সন্তান। যেখানেই থাকেন না কেন, নিশ্চয় আপনারা দেশের কথা ভাবছেন।”

“আশা করবো যে, আপনারা যে যেখানেই থাকেন না কেন, ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, সফল হবেন এবং বাংলাদেশের কথা ভাববেন।”

“সামষ্টিক স্বার্থ বাংলাদেশের যেটা, সেটার পক্ষে আপনারা থাকবেন, বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যে উজ্জ্বল দিকগুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবেন।”

“আপনাদের বন্ধুদেরকে বলবেন, বাংলাদেশকে প্রদর্শন করবেন, আর বাংলাদেশের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রায় আপনারা শামিল থাকবেন।”

হাইকমিশনার মোহাম্মদ আল্লামা সিদ্দিকীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share