ট্রাফিক সমস্যা নিরসনে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেমের ধারণা নিয়ে কাজ করছেন বাংলাদেশি গবেষক আব্দুল্লাহি কাফী

Traffic Congestion (File Image)

Traffic Congestion (File Image) Source: AAP

বিশ্বে তথ্যপ্রযুক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারনেট অফ থিংস বা আইওটি। প্রতিদিন নিত্যনতুন ডিভাইসে আইওটি'র ব্যবহার যুক্ত হচ্ছে। প্রচলিত ট্র্যাফিক ব্যবস্থায় আইওটি ভিত্তিক সেন্সর প্রযুক্তি যুক্ত করে ইন্টেলিজেন্ট ট্র্যাফিক সিস্টেম (আইটিএস) প্রতিষ্ঠার ধারণা নিয়ে সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া'র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড ফিজিক্যাল সাইন্সেস বিভাগের সেশনাল একাডেমিক ডঃ আব্দুল্লাহি আল কাফী চৌধুরী। তিনি এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার গবেষণার আদ্যোপান্ত।


Dr Abdullahi Chowdhury
Dr Abdullahi Chowdhury Source: Dr Abdullahi Chowdhury
ডঃ আব্দুল্লাহি আল কাফী চৌধুরীর পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন


আরো দেখুনঃ

Share