‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

Global Sourceing Expo Melbourne.jpg

M Allama Siddiqui, Bangladesh High Commissioner to Australia and Marie Kinsella, the CEO of the International Exhibition & Conference Group, inaugurated the ‘Global Sourcing Expo 2023’ in Melbourne. Tahlil Delawar Moon, Political Counselor and Rony Chakma, Commercial Counselor of Bangladesh High Commission were also present at this time, Melbourne, 21 November 2023. Credit: Bangladesh High Commission, Canberra

গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১৯টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলবোর্ন কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’ নামে এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করেছে ১৫টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এ ছাড়া তৈরি পোশাক ও গৃহসজ্জাসহ ৪টি অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশন অফিস এসবিএস বাংলাকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মেলবোর্নের গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর তাহলীল দেলাওয়ার মুন এবং কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৯০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দু’বার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।
Babu_expo.jpg
Padma Satel Arab Fashions Chairman Shahadat Hossain, Managing Director Abdul Waheed and Director Javed Hossain Bhuiyan participated in 'Global Sourcing Expo 2023, Melbourne'. Credit: Shahadat Hossain
এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন পদ্মা সাতেল আরব ফ্যাশনসের চেয়ারম্যান শাহাদাত হোসাইন, ম্যানিজিং ডিরেক্টর আব্দুল ওয়াহেদ এবং ডিরেক্টর জাবেদ হোসাইন ভূঁইয়া।

তাঁরা এই প্রদর্শনীতে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এসবিএস বাংলার কাছে।

মি. শাহাদাত হোসাইন বলেন, এই এক্সপোতে অংশ নিয়ে আমরা বিশ্ব পরিমণ্ডলে নিজেদের আরো পরিচিত করলাম। এতে গার্মেন্টস ছাড়াও ফুটওয়ার, লেদারের প্রদর্শনীও ছিল, তবে আমরা এসেছি রেডিমেড গার্মেন্টস পণ্যের ব্যানারে।

তিনি বলেন, "অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কম থাকার কারণে বাজার তুলনামূলকভাবে ছোট, তবে গার্মেন্টসের বড়ো ক্রেতারা অধিকাংশই নিজস্ব সোর্স বা প্রতিনিধিদের মাধ্যমে পণ্য কিনে থাকে।"
তবে অস্ট্রেলিয়াকে উদীয়মান বাজার বলে মনে করেন একই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল ওয়াহেদ। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, হয়তো তাৎক্ষণিকভাবে কোন সাড়া আমরা পাইনি, তবে ভবিষ্যতে এখানে আমাদের গার্মেন্টস পণ্যের প্রচার বাড়বে এবং বাজার প্রসারিত হবে।

পদ্মা সাতেল আরব ফ্যাশনসের ডিরেক্টর জাবেদ হোসাইন ভূঁইয়া তাঁর অভিজ্ঞতা সম্পর্কে বলেন, "অস্ট্রেলিয়ার জনসংখ্যা কম হলেও এটি উন্নত দেশ, এবং ভোক্তাদের চাহিদা তুলনামূলকভাবে বেশি। আমরা আশা করছি ধীরে ধীরে অস্ট্রেলিয়ার বাজারে ঢুকতে পারবো।"

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিঙ্কে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 









Share