‘বাংলাদেশ একটি বড় পরিবার’: দেশকে একতাবদ্ধ করতে চান নতুন নেতা

Nobel laureate Muhammad Yunus returns to Bangladesh to lead interim government

Nobel laureate Muhammad Yunus returns to Bangladesh to lead interim government (AAP) Source: AAP / MONIRUL ALAM/EPA

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।


সহিংস আন্দোলনের পর প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাওয়ার তিন দিন পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার শপথ করেন।

গত বৃহস্পতিবার প্যারিস থেকে দেশে ফিরেন ৮৪ বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।
তার আগমনে উচ্ছ্বাস প্রকাশ করে তার সমর্থকেরা। ছাত্র নেতাদের পাশে নিয়ে তিনি সাংবাদিকদেরকে বলেন, বাংলাদেশ একটি বড় পরিবার। দেশকে একতাবদ্ধ করতে চান তিনি।

সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতির সংস্কারের আন্দোলন এক পর্যায়ে গুরুতর রূপ ধারণ করে এবং দেশব্যাপী ব্যাপক গোলযোগ দেখা দেয়। অবশেষে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিন পর ড. ইউনূস ঢাকায় ফেরেন।

শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয় জুলাই মাসে। এরপর এটি শেখ হাসিনার ১৫ বছরের একনায়কসুলভ শাসনের বিরুদ্ধে ভয়ানক আন্দোলনে রূপায়িত হয়।

ড. ইউনূস বলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা তার প্রথম কাজ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচক হিসেবে পরিচিত ড. ইউনূসকে বেছে নেয় ছাত্র নেতৃবৃন্দ। তারা বলে যে, তারা কোনো সামরিক নেতৃত্বের সরকার মেনে নিবে না।

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে রয়েছেন আন্দোলনকারী দু’জন ছাত্র নেতাও। এরা হলেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম।

বিশৃঙ্খল পরিস্থিতির অবসানে গত মঙ্গলবার তারা আহ্বান জানান।

একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রতি উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িক হামলা বন্ধে আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
আরেকজন উপদেষ্টা মিজ ফরিদা আক্তার বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানাতে হবে।

ঢাকার রাস্তায় প্রতিবাদকারীরা বিবিসি-কে বলেন, তারা আশা করেন জনগণের কাছে ক্ষমতা ফিরে আসবে।

ক্ষুদ্র ঋণ প্রচলনের মাধ্যমে খ্যাতি লাভ করেন ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ লক্ষ লোকের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হোন ‘গরীবের ব্যাংকার’ হিসেবে পরিচিত ড. ইউনূস।

তবে তার বিরুদ্ধে দূর্নীতি এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয় বাংলাদেশে। এ সম্পর্কে তার সমর্থকরা মনে করেন তার কণ্ঠরোধ করার জন্য এসব করেছে সরকার।

বাংলাদেশের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশটির ভঙ্গুর অর্থনীতির উন্নয়ন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন তাকে করতে হবে।

আর, আগ্রহের সঙ্গেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলেন তিনি।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share