আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে যেকোনো সময় উৎক্ষেপণ করা হতে পারে । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণ সফল হলে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।
এই মুহূর্তে জাপানে অবস্থান করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা এখন আমাদের জাতীয় সম্পদ। এটি কোন লোকসান প্রকল্প নয়। স্যাটেলাইটের ব্যয় তুলে আনব।”বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে পরিকল্পনা আছে বলেও জানান, তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
Post, Telecommunications and Information Technology Minister Mustafa Jabbar. Source: Facebook