Feature

সিটিপি গ্রিন স্লিপের অর্থ ফেরত দিবে এনএসডব্লিউ রাজ্য সরকার

সিটিপি (কম্পালসারি থার্ড পার্টি) গ্রিন স্লিপের অর্থ ফেরত পাবেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় ৪ মিলিয়ন গাড়ির মালিক। এ সুখবরই জানিয়েছে, এনএসডব্লিউ রাজ্য সরকার। এ অর্থবছরে প্রায় ৩০ মিলিয়ন অস্ট্রেলিয় ডলার ফেরত দেওয়া হবে। অর্থ ফেরত পেতে আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

CTP Green Slip Refund

CTP Green Slip Refund. Source: nsw.gov.au

কারা পাবেন অর্থ ফেরত:

ব্যক্তিগত গাড়ির মালিকরা; তবে তাদের অবশ্যই ২০১৭ সালের ৩০ নভেম্বর মধ্যরাত থেকে নিবন্ধন থাকতে হবে। সিডনি শহর ও শহরতলী, নিউক্যাসল এবং উলঙগঙ্গ অঞ্চলের গাড়ির মালিকদের ফেব্রুয়ারি ২০১৭ থেকে সিটিপি গ্রিন স্লিপের অর্থ পরিশোধ থাকতে হবে। মে ২০১৭ পর্যন্ত অর্থ পরিশোধ থাকতে হবে রাজ্যের অন্যান্য এলাকার গাড়ি মালিকদের।

এরই মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থেকেই অর্থ ফেরত পেতে শুরু করেছেন ব্যবসায়িক গাড়ির মালিকেরা । তবে এ সুবিধা পাচ্ছেন না এনএসডব্লিউ রাজ্যের মোটরসাইকেল মালিকরা। 

কোথায়/কিভাবে আবেদন করবেন:

সিটিপি গ্রিণ স্লিপের  রাজ্য সরকারের ওয়েবসাইটে আবেদন করতে হবে। অর্থ ফেরত পেতে আবেদনকারীকে সরকারের সেবামূলক  মাইসার্ভিসএনএসডব্লিউ-তে রেজিষ্ট্রেশন করতে হবে। সোমবার থেকে শনিবার বিকেল ৫টা থেকে সকাল ৮টা এবং রোববার সারা দিন আবেদন করা যাবে। এই সেবা পেতে সর্বোচ্চ ১০ দিন সময় লাগতে পারে।

কি পরিমাণ অর্থ পাবেন:

একজন গাড়ির মালিক একটি গাড়ির জন্য সর্বোচ্চ ১২০ ডলার এবং সর্বনিম্ন ১০ ডলার দাবি করতে পারবেন। ফেরত পাওয়া অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ২০১৭ সালের শুরুর দিকে নিবন্ধিত গাড়ির ক্ষেত্রে কম অর্থ ফেরত পাবেন আবেদনকারী। তবে গত বছরের ১ ডিসেম্বরের কাছাকাছি নিবন্ধিত গাড়ির ক্ষেত্রে বেশী পরিমান অর্থ ফেরত পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Share
Published 10 May 2018 3:04pm
Updated 10 May 2018 4:30pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq


Share this with family and friends