বিশ্বকাপ ফুটবল উম্মাদনাঃ চ্যাম্পিয়ন্স কাপ ভাগাভাগি করে নিলো ব্রাজিল-আর্জেন্টিনা

মেসির জার্সিতে খেলতে নামা বাংলাদেশি মামুনের গোলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে নেইমারের পজিশনে খেলতে নামেন আরেক বাংলাদেশি খেলোয়াড় সজীব। যদিও পুরো ম্যাচে গোলের দেখা পাননি তিনি।

2018 FIFA World Cup

2018 FIFA World Cup Fan Championship Match in Melbourne on 6 May 2018. Source: Supplied

বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশিদের বাড়তি উত্তেজনা; ব্রাজিল- আর্জেন্টিনায় ভাগাভাগি, মেসি- নেইমার দ্বন্ধ, সমর্থক দেশের পতাকা উড়ানোসহ আরো নানা আয়োজন। তা ঢাকাই হউক আর প্রবাস।

আগামী মাসে শুরু হতে যাওয়া ২১তম বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ছুঁয়েছে মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের। ফুটবলে ফেভারিট দু' দেশ ব্রাজিল- আর্জেন্টিনার হয়ে মাঠে লড়েছেন তারা। শহরের ফুস্ক্রে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মাঠে রোববার অনুষ্ঠিত হলো ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান চ্যাম্পিয়নশীপ ম্যাচ।
2018 FIFA World Cup
Source: Supplied
ম্যাচের ৩৮ মিনিটে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করে ১-০ তে দলকে এগিয়ে নেন আর্জেন্টিনার মামুন হক। চাপে থাকা ব্রাজিল খেলায় ফিরে আসতে হয়ে উঠে মরিয়া। চলে আক্রমন- পাল্টা আক্রমন। ব্রাজিলের আক্রমনে অনিয়মতান্ত্রিক বাদ সাধতে গিয়ে ম্যাচের একমাত্র হলুদ কার্ড পান আর্জেন্টিনার অনুপ কুমার। যদিও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ১-১ গোলে সমতা এনে দেন হীরা। ডি- বক্সের মধ্য থেকে হীরার দুর্দান্ত হেডে পরাস্ত হন আর্জেন্টিনার গোলরক্ষক তুষার। 

নির্ধারিত সময়ে কোন ফলাফল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত ১৬ মিনিটেও আর কোন দল গোল করতে না পারায় যুগ্মভাবে দু'দলকেই জয়ী ঘোষণা করেন রেফারি ইমরান আলী।
2018 FIFA World Cup
Source: Supplied
ম্যাচ সম্পর্কে ব্রাজিল দলের অধিনায়ক জায়েদী সজীব বলেন, "এটা একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বকাপ ঘিরে উত্তেজনা তৈরি করার উদ্দেশ্যই এ ম্যাচের আয়োজন করা হয়েছে।"

"দূর দেশে থেকেও প্রবাসী বাংলাদেশিরা যে বিশ্বকাপ ফুটবল নিয়ে যথেষ্ট চিন্তা- ভাবনা করছে এবং মাঠেও তারা সক্রিয়; এই বার্তাটাই আমরা পৌছে দিতে চাই," বলেছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক মামুন হক।
2018 FIFA World Cup
Players of the 2018 FIFA World Cup Fan Championship Match in Melbourne. Source: Supplied
বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচ দেখতে মাঠে ভীড় করেছিলেন, মেলবোর্ন প্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য কম্যুনিটির ফুটবল প্রেমীরা।

Share
Published 9 May 2018 1:15pm
Updated 4 June 2018 4:04pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq


Share this with family and friends