Breaking

২০১৮ নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়ে স্থগিত করা হয়েছে এ বছরের নোবেল সাহিত্য পুরস্কার।

Nobel Prize

2018 Nobel Literature prize postponed over Academy sex scandal. Source: Wikipedia

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, "২০১৮ নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ অ্যাকাডেমি, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দুটি পুরস্কার একবারে দেওয়া হবে।"

জনমনে আস্থার ঘাটতি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাকাডেমি।
অ্যাকাডেমির একজন সদস্যের স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানীর তদন্তে অ্যাকাডেমির ভূমিকা প্রশ্নের মুখে পড়ার পর সঙ্কটময় সময় পার করছে প্রতিষ্ঠানটি।

এই সংকটের শিরোমণি ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্ট। সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি। তাঁর বিরুদ্ধে অ্যাকাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিক জনকে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ওঠে। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। 

এরই মধ্যে সুইডিশ একাডেমির ছয়জন সদস্য পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান সারা ডানিয়াসও রয়েছেন। অ্যাকাডেমির অন্তর্বর্তীকালীন স্থায়ী সচিব অ্যান্ডারস অলসন বলেন, "সুইডিশ অ্যাকাডেমির সক্রিয় সদস্যরা এই ব্যাপারে নিশ্চিত যে, আস্থার বর্তমান সংকট পরিবর্তনে প্রয়োজন দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা।"

পুরস্কার স্থগিত বা বাতিল করার ঘটনা বিরল কিন্তু নজিরবিহীন নয়।

তবে, ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ পুরস্কার ঘিরে এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি। 

Share
Published 4 May 2018 7:07pm
Updated 4 May 2018 9:27pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends