সাবেক ক্রিকেটার ও ক্রিকেট আয়োজক শাহ আব্দুল মতিন পুপলু অস্ট্রেলিয়ায় আসার আগে বাংলাদেশে প্রথম বিভাগে ক্রিকেট খেলতেন। অস্ট্রেলিয়াতেও তিনি ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট-সংগঠক হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা এ প্রসঙ্গে পুপলু বলেন,
“বাংলাদেশ এখন যে অবস্থানে আছে তাতে খুব একটা আশাবাদী হওয়ার কিংবা নিরাশ হওয়ারও কিছু নেই।”
তার মতে, “বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষীণ একটা সম্ভাবনা আছে।” তিনি বলেন, “ক্রিকেট খেলাকে শেষ পর্যন্ত দেখতে হয়।”
বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। তার মতে, “বাংলাদেশের ব্যাটিং লাইন যথেষ্ট শক্তিশালী।”
তবে, বোলিং লাইনে দুর্বলতা আছে বলে তিনি মনে করেন। তার মতে,
“বোলিং লাইনে একটু দুর্বলতা আছে বাংলাদেশের।”
“পেস অ্যাটাকে আমাদের দুর্বলতা আছে।”
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে তার অভিমত,
“মাশরাফির যথেষ্ট অবদান আছে।”
“মাশরাফির বলে আগের সেই ধার নেই। কিন্তু, মাশরাফি থাকাতে বাংলাদেশ দল এতো দূর এগিয়েছে। এটাকে অস্বীকার করার কিছু নেই।”
শাহ আব্দুল মতিন পুপলুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।