বাংলাদেশের সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া: সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া

Bulbul

Source: AFP/Getty Images

আইসিসির প্রোগ্রাম অনুসারে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে’র জন্য আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু, আর্থিকভাবে লাভজনক নয় বলে সিরিজটি বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালিদ রুমি, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট আয়োজক বাবলু চোধুরী, মাহিন আবেদিন, সাবেক ক্রিকেটার শাহ আব্দুল মতিন পুপলু এবং মোহাম্মদ তালহা।


Aminul Islam Bulbul
Former Captain of Bangladesh Cricket Team Aminul Islam Bulbul (L) and former squad member Omar Khalid Rumi (R). Source: Courtesy of them
দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে’র জন্য আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু, আর্থিকভাবে লাভজনক নয় বলে সিরিজটি বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বলা হচ্ছে, ফুটবলের মৌসুমে এমন একটি ক্রিকেট সিরিজ সম্প্রচার করে বাণিজ্যিকভাবে তেমন একটা সুবিধা হবে না টেলিভিশন চ্যানেলগুলোর।
Bablu Chowdhury
Former Cricketer & Cricket organizer Bablu Chowdhury (L) & Mahin Abedin (R). Source: Courtesy of them
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালিদ রুমি, সাবেক ক্রিকেটার ও আয়োজক বাবলু চৌধুরী ও মাহিন আবেদিন এবং সাবেক ক্রিকেটার শাহ আব্দুল মতিন পুপলু ও মোহাম্মদ তালহা।
Bangladesh Cricket
Former Cricketer Talha Mohammad (L) and Shah Abdul Matin Puplu (R). Source: Courtesy of them


এসবিএস বাংলার সঙ্গে বাংলায় তাদের সাক্ষাৎকার শুনতে উপরের ওডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Share