সাব-কন্টিনেন্টে খেলা হলে বাংলাদেশ ক্রিকেট দল আরও ভাল খেলতো

Ali Ashraf Himel

Cricket organizer & cricketer Ali Ashraf Himel. Source: Supplied

সিডনির ক্রিকেটার ও ক্রিকেট-সংগঠক আলী আশরাফ হিমেল বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে আজ একটু দেখে-শুনে খেললে বাংলাদেশ জিততে পারবে। তার মতে, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ফিফটি-ফিফটি।


সিডনি-প্রবাসী ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক আলী আশরাফ হিমেল বাংলাদেশে স্কুল পর্যায়ে ক্রিকেট খেলেছেন। সিডনিতে তিনি ক্লাব ও কমিউনিটি ক্রিকেট খেলেন।

চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরমেন্স সম্পর্কে হিমেল বলেন,

“বাংলাদেশ দল এ পর্যন্ত যে ক্রিকেট খেলেছে, তারা যথেষ্ট ভাল এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে।”

তার মতে, বাংলাদেশ দলের পেস বোলিংয়ে ঘাটতি রয়েছে। তিনি বলেন,

“বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা মোটামুটি দুর্বল।”

বাংলাদেশ আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে। এ সম্পর্কে হিমেল বলেন,

“আফগানিস্তানের একটা অ্যাডভান্টেজ আছে। বাংলাদেশের সঙ্গে আজকে যে মাঠে তারা খেলছে সে মাঠেই তারা দু’দিন আগে খেলেছে। এ মাঠ সম্পর্কে তারা জানে।”

আফগানিস্তানের বিরুদ্ধে আজ একটু দেখে-শুনে খেললে বাংলাদেশ জিততে পারবে, বলেন তিনি।

তার মতে, “বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ফিফটি ফিফটি”। হিমেল বলেন,

“সাব-কন্টিনেন্টে খেলা হলে বাংলাদেশ আরও ভাল খেলতো।”

আলী আশরাফ হিমেলের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share