ক্রিকেট সংগঠক, সিডনির অরিজিন ক্রিকেটের সভাপতি, অলরাউন্ড ক্রিকেটার মুদাস্সের রাব্বানি দীপ্ত পাওয়ার সোর্স নামের একটি ক্লাবে খেলেন। এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।
বৈরি আবহাওয়ার কারণে খেলায় বিঘ্ন ঘটলেও সেকেন্ড রাউন্ডে মানুষ আরও আগ্রহী হবে মনে করেন দীপ্ত।
গতকাল রাতের ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ভারতকে হারাতে হলে গতকাল পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হতো। বিশেষত, বৃষ্টির কারণে যখন শেষ ৫ ওভারে পাকিস্তানকে ১৩৬ রানের লক্ষ্য বেঁধে দেওয়া হয়, সে সম্পর্কে দীপ্ত বলেন, ৫ ওভারে ১৩৬ রান করাটা একেবারে অসম্ভব একটি ব্যাপার।
টসে জিতে পাকিস্তান কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালো? দীপ্ত মনে করেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত সঠিক ছিল। রান তাড়া করার ক্ষেত্রে ভারত সবসময়েই ভাল খেলে। সেজন্যই হয়তো পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, বলেন তিনি। তার মতে, ভারতীয় ব্যাটসম্যানরা গতকাল অনেক ভাল খেলেছে।
সিডনির সময় অনুসারে আজ রাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে দীপ্ত বলেন, পেস বোলারদের ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ অনেক সাফল্য পাচ্ছে। আর, রাসেল এবং ক্রিস গেইলের ব্যাটিং ভয়ঙ্কর ব্যাটিং। যে কোনো বোলিং লাইন-আপকে তারা ধ্বংস করে দিতে পারে।
এর বিপরীতে, বাংলাদেশ এই বিশ্বকাপে অনেক চমৎকার ব্যাটিং করছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা শর্ট বল খেলতে পারছেন না মন্তব্য করা হলে দীপ্ত বলেন, তিনি এর সঙ্গে একমত নন।
বাংলাদেশের বোলিং সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের আক্রমণাত্বক ফাস্ট বোলার নেই। বাংলাদেশের স্পিনাররা বিশ্বমানের হলেও এবার মাঠ ভেজা থাকায় তেমন একটা সুবিধা করতে পারছে না।
আজকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ দলে তিনি পেস বোলার রুবেল হোসেনকে দেখতে চান। তার মতে,
“বিগ ম্যাচ উইনার রুবেল।”
তিনি আরও বলেন, খেলাতে ঝুঁকি নিতেই হবে।
মুদাস্সের রাব্বানি দীপ্তর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।