ছাত্রজীবনে দু’বছর নির্মাণ স্কুল ক্রিকেটে খেলেছেন কাজী শামসুল আলম। এরপর খেলার সুযোগ না হলেও খেলা দেখা ছাড়তে পারেন নি। ক্রিকেট অনুরাগী শামসুল আলমের মতে, “এবারের বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে খারাপ দিক হলো আবহাওয়া।”
খারাপ আবহাওয়ার কারণে এ পর্যন্ত চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এগুলোর মধ্যে বাংলাদেশ-শ্রী লঙ্কা ম্যাচটিও রয়েছে। শামসুল আলম বলেন, “কোন চারটি দল সেমি-ফাইনালে যাবে তা এখনও বলা যাচ্ছে না।” তবে, আন্ডার-ডগ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
আয়োজকরা কেন রিজার্ভ ডে রাখলো না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ দলের মূল্যায়ন করতে গিয়ে বলেন তিনি, বাংলাদেশ পেস বোলিংয়ে দুর্বল। আর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় পেসার রুবেল হোসেনকে নেওয়া উচিত ছিল, বলেন তিনি।
শামসুল আলম টিম স্পিরিটের ওপর জোর দেন। তার ভাষায়, “টিম স্পিরিট অনেক বড় বিষয়।”কাজী শামসুল আলমের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Qazi Shamsul Alam. Source: Supplied