অস্ট্রেলিয়ায় সাপ ও মাকড়সা কামড়ালে কী করা উচিৎ এবং আরও যা কিছু জানা থাকা দরকার

warning sign.jpg

Even for suspected snakebites, you must seek immediate medical attention. Credit: Getty Images/Nigel Killeen

প্রচলিত ধারণা ভিন্ন কথা বললেও, আসলে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ মাকড়সার কামড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা ন্যূনতম এবং বিষাক্ত সাপের কামড়ের ঘটনাও খুব বেশি ঘটে না। তবে যদি এরকমটা ঘটে তাহলে জীবন নাশের হুমকি কমাতে কী করা উচিৎ সেটা জানা থাকাটা জরুরী।


গুরুত্বপূর্ণ বিষয়গুলি:
  • যে কোনো বড় ও কালো মাকড়সা কামড় দিলে জরুরী ভিত্তিতে চিকিৎসা করা উচিৎ
  • যে কোনো সাপের কামড়কে জীবন নাশের সম্ভাব্য হুমকি হিসাবে বিবেচনা করা উচিত এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজের মাধ্যমে চাপ প্রয়োগে বিষ ছড়ানো প্রতিরোধ করতে হবে
  • রিজিওনাল ও দূরবর্তী এলাকাসহ অস্ট্রেলিয়ার যে কোনো জায়গা থেকেই জরুরি চিকিৎসা পাওয়া সম্ভব
অস্ট্রেলিয়ায় অনেক বিষাক্ত প্রাণী আছে বলে একটি ধারণা প্রচলিত রয়েছে, তবে মাকড়সার ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ভাগ্যবান দেশই বলা চলে।

নিউ সাউথ ওয়েলসের পয়জনস ইনফরমেশন সেন্টারের মেডিকেল ডিরেক্টর ড্যারেন রবার্টস বলেন, আমাদের মূলত এক প্রজাতির মাকড়সার ব্যাপারে সতর্ক থাকতে হয়, সেটি হচ্ছে ফানেল-ওয়েব মাকড়সা।
redback.jpg
Research has disproved previous concerns about redback spider bites. Although they contain venom, effects take hours to develop and do not require medical treatment, unless there are signs of infection or aggravated symptoms. Credit: Getty Images/Jenny Dettrick
যদিও রেডব্যাক মাকড়সায় বিষ রয়েছে, তবে বিষের প্রভাব ছড়িয়ে পড়তে কয়েক ঘন্টা সময় লাগে এবং সাধারণত কোনো চিকিত্সার প্রয়োজন হয় না। অবশ্য আক্রান্তের শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।

রেডব্যাক মাকড়সার কামড়ের জন্য প্রাথমিক চিকিৎসা অন্য যে কোনো মাকড়সার মতোই, কেবলমাত্র ফানেল-ওয়েব মাকড়সা এ ক্ষেত্রে ব্যতিক্রম।
tiger snake.jpg
“Snakes have very little reason to go into people's houses.” Professional snake catcher Gianni Hodgson says 90% of the calls he gets are for snake removals from a backyard. Credit: Getty Images/Andrew Balcombe / EyeEm
মাকড়সার কামড়ের পরে সেই স্থানে ব্যথা হওয়া স্বাভাবিক ঘটনা। একটি ঠান্ডা ভেজা কাপড় অথবা পরিষ্কার কাপড়ে মোড়ানো আইস প্যাক পনের মিনিটের মত সরাসরি কামড়ের জায়গায় ধরে রাখলে তা ব্যথা উপশম করতে সহায়তা করতে পারে।

প্রায়শই মাকড়সার কামড় এতটাই সূক্ষ্ম হতে পারে যে লোকেরা সাথে সাথে এটি না-ও বুঝতে পারে।

ড: রবার্টস বলেন, ফানেল-ওয়েব মাকড়সার ক্ষেত্রে ঘটনা সম্পূর্ণ বিপরীত। এ মাকড়সা কামড় দেয়ার ঘন্টাখানেকের মধ্যেই নানা রকম শারীরিক লক্ষণ দেখা যেতে পারে, যেমন- প্রচন্ড ব্যথা, ঘাম দেয়া, পেশীতে দুর্বলতা অনুভূত হওয়া। আক্রান্ত ব্যক্তিতে দ্রুত হাসপাতালে নেয়ার প্রয়োজন হতে পারে।
funnel-web.jpg
Funnel-web spiders are found around Sydney and the east coast. Other big black spiders are found Australia-wide. Credit: Getty Images/Image Created by James van den Broek
শন ফ্র্যান্সিস রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস বা RFDS এর কুইন্সল্যান্ড শাখার একজন ডাক্তার। এই অলাভজনক সংস্থাটি অস্ট্রেলিয়ার রুরাল ও প্রত্যন্ত অঞ্চলে আকাশপথে পরিবহন, স্বাস্থ্যসেবা এবং ২৪ ঘন্টার জরুরি পরিষেবা দিয়ে থাকে।

সেসব অঞ্চলে যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্যে RFDS টেলিহেলথ এর 1300 69 7337 লাইনে সবার আগে কল করা উচিৎ। এমনকি ট্রিপল জিরো (000)-তে দেয়া কলও এই লাইনে পাঠিয়ে দেয়া হয় বিশেষ করে যখন রোগীদের সাপ ও মাকড়সার কামড় বা অন্য কোনো কারণে আকাশপথে চিকিৎসা সেবা পাঠানোর প্রয়োজন পড়ে।
pressure immob bandage.jpg
A pressure immobilisation bandage, not a tourniquet, is used for funnel-web spider bites as well as venomous snakebites to stop the venom circulation in the body. Credit: Getty Images/Lisa Maree Williams / Stringer
আউটব্যাক অঞ্চলে সমস্ত সাপের কামড়কেই প্রাথমিকভাবে বিষাক্ত হিসাবে বিবেচনা করা হয়। তবে মাকড়সার কামড়ের ক্ষেত্রে পেশাদার স্বাস্থ্যকর্মীরা আক্রান্তের লক্ষণগুলি আগে মূল্যায়ন করে নিয়ে তারপরে সিদ্ধান্ত দেয় যে এটি বিষাক্ত কিনা।

যে কোনো বড় ও কালো মাকড়সা কামড় দিলেই সেটিকে জরুরী অবস্থা হিসেবে চিকিৎসা করা হয়, মাকড়সাটি ফানেল-ওয়েব স্পাইডার পরিবারের অন্তর্ভুক্ত হোক বা না হোক।
outback.jpg
In the outback, all emergency calls for snakebites trigger a medical response for suspected envenomation. Credit: Getty Images/kristianbell
পরিসংখ্যানগতভাবে অস্ট্রেলিয়ায় প্রাণঘাতী সাপের কামড়ের ঘটনা খুব বেশি নয়। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে অস্ট্রেলিয়ায় প্রতি ৩ হাজার সাপের কামড়ের ঘটনায় গড়ে বছরে দু'জন মারা গেছেন।

কিছু ক্ষেত্রে কামড় শুকনো হয়, যার অর্থ সাপটি কামড়ালেও সেখানে বিষ ছাড়েনি। তবে ঝুঁকি না নিয়ে বরং প্রতিটি সাপের কামড়কে সম্ভাব্য বিষাক্ত হিসাবেই বিবেচনা করা আবশ্যক।

ড: ফ্র্যান্সিস এ ক্ষেত্রে তিনটি প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেছেন:

১/ সাপে কাটা অঙ্গে প্রেশার ইমমোবিলাইজেশন ব্যান্ড প্রয়োগ করা যেন বিষ ছড়ানোর সুযোগ কমে যায়
২/ সেখানে স্প্লিন্টিং করে ইমমোবিলাইজেশন নিশ্চিত করা এবং
৩/ ট্রিপল জিরোতে (000) কল করা।
জিয়ান্নি হজসন রিজিওনাল ভিক্টোরিয়ার একজন লাইসেন্সপ্রাপ্ত ‘স্নেক ক্যাচার’ যিনি সাপ ধরেন।

তিনি বেশ কয়েক ধরণের বিষাক্ত সাপ নিয়মিতই দেখেন। তবে তিনি বলেন, এমনকি বিষ নেই এরকম সাপের কামড়ও সমস্যার কারণ হতে পারে।

সাধারণত হুমকির মুখে না পড়লে বা ভয় না পেলে সাপেরা কামড় দেয় না। হঠাৎ কোনো সাপ দেখতে পেলে কী করা উচিৎ নয়, সে বিষয়ে জিয়ান্নি হজসন বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেমন- জোরে শব্দ না করা, এবং ধীরে ধীরে সাপের নাগাল থেকে সরে আসা।

ডা: রবার্টস বলেন, মাকড়সার কামড়ের পরে কী করতে হবে তা নিয়ে নিশ্চিত না হলে অস্ট্রেলিয়াব্যাপী পয়জনস্‌ ইনফরমেশন কেন্দ্রের হেল্পলাইনে কল করে এ বিষয়ক তথ্য জেনে নেয়া যেতে পারে।

তাদের নম্বর হল 13 11 26.

তবে সতর্কতা হিসাবে যে কোনো সাপের কামড়ের পরেই অবিলম্বে ট্রিপল জিরোতে কল করা উচিৎ।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share