বাড়িতে অ্যাসবেস্টস থাকার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনটি ছোট ছোট শিশু সন্তানের মা অ্যান মেরি মাতুক।
তার বাড়িতে অ্যাসবেস্টস ঠিক কতোটা ছড়িয়ে আছে সেটা নিরূপণের জন্য তিনি ইন্সপেকশনের ব্যবস্থা করেন।
তবে, বাড়িতে অ্যাবসবেস্টস থাকার বিষয়ে সচেতন নয় বহু অস্ট্রেলিয়ান। এদের মধ্যে অনেকে জানেনই না যে, এর বিপদের ঝুঁকি কতোটুকু।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
অ্যাসবেস্টস হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত এক ধরনের খনিজ উপাদান। এটি ইনসুলেশন কাজে র্বহৃত হয়ে থাকে। অ্যাসবেস্টস আঁশ অনেক ক্ষুদ্র। এত্থেকে অনেক সময়ে ধুলার সৃষ্টি হয়।
অ্যান মেরি মাতুক বলেন, নিঃশ্বাস গ্রহণের সময়ে অ্যাসবেস্টস-এর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মানুষের ফুসফুসে প্রবেশ করতে পারে এবং এর ফলে নানা ধরনের রোগ-ব্যাধি হতে পারে।
১৯৭০ এবং ১৯৮০ এর দশকে নির্মাণ ক্ষেত্রে অ্যাসবেস্টস-এর ব্যবহার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। তখনও স্বাস্থ্যের ওপরে এর ক্ষতিকর প্রভাবের কথা ব্যাপকভাব জানা যায় নি।
অ্যাসবেস্টস ব্যবহারকারী দেশগুলোর মাঝে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ।
এর খুব কমন ব্যবহার হলো অ্যাসবেস্টস শিটিং এবং অ্যাসবেস্টস রুফিং।
অ্যাসবেস্টস ইনসপেক্টর লি হ্যান্ডস বলেন, ঘর-বাড়ির বিভিন্ন অংশে অ্যাসবেস্টস পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অ্যাসবেস্টস পরীক্ষণ, দূরীকরণ এবং এ বিষয়ক শিক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে বহু লোকাল কাউন্সিল।
ঘর-বাড়ির মালিক এবং সংস্কারকারীদের মাঝে অ্যাসবেস্টস-এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিনামূল্যে পরিষেবা প্রদান করে থাকে ওয়েস্টার্ন সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল।
যারা ঘর-বাড়ির সংস্কারের কাজে হাত দেওয়ার কথা ভাবছেন, তাদেরকে অ্যাসবেস্টস ইন্সপেকশন করানোর জন্য পরামর্শ দেন মিস্টার লি হ্যান্ডস।
তিনি বলেন, এটা শুধুমাত্র বাড়ির বাসিন্দাদের সুরক্ষার জন্যই নয়; বরং, সংস্কার কাজে নিয়োজিত যে-কারও জন্যই গুরুত্বপূর্ণ।
১৯৯০ সালের আগে নির্মিত বেশিরভাগ ঘর-বাড়িতে অ্যাসবেস্টস রয়েছে। এ বিষয়টি জানার পর শাজ সাইয়েদ উদ্বিগ্ন হয়ে পড়েন। সেজন্য তিনি বিনামূল্যে ইন্সপেকশন করাতে চান।
ঘর-বাড়িতে অভঙ্গুর অবস্থায় থাকা অ্যাসবেস্টস কম ঝুঁকিপূর্ণ। তবে, বাড়ির মালিকেরা যদি এ নিয়ে উদ্বিগ্ন হন, সেক্ষেত্রে তারা একজন নিবন্ধিত ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: