দ্রুত উন্নয়নশীল বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রে অস্ট্রেলিয়া মূলত দু’টি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। এগুলি হলো লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা। বাংলাদেশ এখন তার নিজস্ব বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা সঙ্কটের মোকাবেলা করছে।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে সামান্য দূরে অস্ট্রেলিয়ান সাহায্যের অন্যতম বড় প্রকল্পের দেখা মিলবে। তবে অন্যান্য প্রকল্পের তুলনায় এটি এই ক্যাম্পের জন্য ছোট প্রকল্পগুলোর একটি।
বাংলাদেশের সবচেয়ে দরিদ্র নারীদের একটি অংশ তাদের নিজ পরিবারকে চরম দারিদ্র্য থেকে মুক্তি দিতে পেরেছে। এখানে সবারই একটি করে সবজি বাগান আছে।
পরিবারের খাবারের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করে তারা অর্থ আয় করে।
গ্রামের ২০ জন নারীকে সবজি ও ফল বাগানের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর, বাগান গড়তে তাদেরকে শুরুতে কিছু অর্থসহ গাছের চারাও দেয়া হয়েছে।
এখন তাদের উৎপাদিত সামগ্রী এবং লাভের অর্থসহ অস্ট্রেলিয়ার অর্থায়নে এই প্রকল্পের আকার আগামী পাঁচ বছরে ১৬ হাজার বাংলাদেশী নারীর মধ্যে বাড়ানো হবে।
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সদস্যদের একটি দল বাংলাদেশ পরিদর্শন করছেন। এর অন্যতম সদস্য, লিবারেল সিনেটর ওয়েনডি এসকিউ বলেন, এই নারীদের নেতৃত্বদানের ক্ষমতা তাদের সমাজকে দেখানো দরকার।
সিনেটর এসকিউ বলেন, অস্ট্রেলিয়ান রাজনীতিবিদদের জন্য বাংলাদেশে আজকের প্রকল্প পরিদর্শনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। গভীর পিতৃতান্ত্রিক সমাজ-ব্যবস্থার কারণে এখানে বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের হার বিশ্বের যে-কোনো স্থান থেকে বেশি।
এই অঞ্চলে, এরপরেও, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট থেকে রক্ষা পাওয়া যায় না। ইতোমধ্যে কিছু বিষয়ে প্রকাশ পাচ্ছে যে, তাদের অবস্থা স্থানীয় দরিদ্র লোকজনের উপর চাপ সৃষ্টি করেছে।
বাংলাদেশে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, আন্তর্জাতিক সাহায্য ক্রমাগতভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেয়া হচ্ছে। অথচ মিলিয়ন মিলিয়ন বাংলাদেশিরা দারিদ্রের মধ্যে বাস করছে।
কম্বল এবং গ্যাস বোতলের জন্য অস্ট্রেলিয়ার কাছে অনানুষ্ঠানিক অনুরোধ এসেছে। রোহিঙ্গা সংকট যদি চলতে থাকে, যেসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলো ফুরিয়ে যেতে পারে।
শ্যাডো অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট মিনিস্টার জোশ উইলসন আগামীতে ভালো কিছু আশা করছেন।
Gates Foundation এর অর্থায়নে Australian Regional Leadership Initiative এর অধীনে এসবিএস সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ করেছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।