চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী

Atal Bihari Vajpayee

Former Indian Prime Minister Atal Bihari Vajpayee, a founding member of the Bharatiya Janata Party (BJP), died at a hospital in New Delhi, India on 16 August 20 Source: AAP Image/EPA

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী গত ১৬ আগস্ট ২০১৮ মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব-নেতৃবৃন্দ। ১৯২৪ সালে জন্ম নেওয়া এই নেতা তিন দফা ভারত সরকারের নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৬ সালে প্রথমে মাত্র ১৩ দিনের জন্য, এপর ১৯৯৮ সালে ১৩ মাস এবং পরে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ছয় বছর তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় এবং ঢাকা প্রতিনিধি আলী হাবিবের প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

 

Follow SBS Bangla on .


Share