আসামে নাগরিক নিবন্ধন তালিকা থেকে বাদ পড়লো ৪ মিলিয়ন ব্যক্তি

Assam

India released a final draft of a list of citizens in the northeastern state of Assam, leaving some 4 million people on edge to prove their Indian nationality. Source: AAP

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধন তালিকায় ৪ মিলিয়ন মানুষের নাম বাদ যাওয়া নিয়ে দেশ জুড়ে হৈ চৈ হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, এর পর তাঁর রাজ্যেও এমন করার চেষ্টা হতে পারে। দিল্লির রাজনীতি তথা সংসদেও বিষয়টি নিয়ে জোর আলোচনা হচ্ছে। বিরোধীদের তোপের মুখে পড়ে শাসক বি জে পি বলছে, কংগ্রেসের প্রয়াত নেতা রাজীব গান্ধীই এমন উদ্যোগ নিয়েছিলেন।


বাংলায় পার্থ মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

 

Follow SBS Bangla on .

 


Share