২০১৬ সাল থেকে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে মূলত এর আয়োজন করা হয়ে থাকে। তবে, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়েও আলোচনা হয়ে থাকে।
২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রী লঙ্কায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে এবং ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলন।
“বাংলাদেশে আমি ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারে্েস অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আঞ্চলিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও নিরাপত্তা বিষয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অংশীদারদের সাথে আলোচনা করার জন্য এই সম্মেলনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোরাম। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব’।”
এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে এবং রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর ফরেইন অ্যাফেয়ার্স, অনারেবল টিম ওয়াটস এমপি।
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: