এন্থোলজি ফিল্ম 'হিয়ার আউট ওয়েস্ট'-এ একটি বাংলাভাষী পরিবারের গল্প বলেছেন অর্ক দাশ

A scene from the movie 'Here Out West'

A scene from the movie 'Here Out West' Source: NIXCO

বিভিন্ন ভাষা-সাংস্কৃতিক পটভূমি থেকে আসা অভিবাসীদের নানা অভিজ্ঞতার গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয়েছে এন্থোলজি ফিল্ম (কয়েকটি ছোট গল্পের সংকলন) 'হিয়ার আউট ওয়েস্ট' - এই ছবির অন্যতম চিত্রনাট্যকার ও অভিনেতা অর্ক দাশ কথা বলেছেন ছবিটি সম্পর্কে।


'হিয়ার আউট ওয়েস্ট' ছবিটি নির্মাণে স্ক্রিন অস্ট্রেলিয়াসহ কিছু প্রতিষ্ঠান অর্থায়ন করেছিল। বিভিন্ন ভাষা-সাংস্কৃতিক পটভূমি থেকে আসা অভিবাসীদের কয়েকটি গল্প নিয়ে নির্মিত এই ছবিতে একটি বাংলাভাষী পরিবারের সংকট স্বল্প পরিসরে দেখানো হয়েছে।

এই ছবির অন্যতম চিত্রনাট্যকার ও অভিনেতা অর্ক দাশ বলেন, এই ছবিতে আটটি চ্যাপ্টার রয়েছে, এবং একেকটি চ্যাপ্টার একেকটি ছোট গল্প।
Arka Das is one of the screenwriters and actors of the anthology film 'Here Out West'
Arka Das is one of the screenwriters and actors of the anthology film 'Here Out West' Source: NIXCO
তিনি বলেন, "আমরা এই ছবিটি শুরু করেছিলাম ২০১৮ সালে, আমরা আটজন ওয়েস্টার্ন সিডনীর লেখক একটি প্রজেক্টে সুযোগ পেয়েছিলাম, চিত্রনাট্য লেখা থেকে চলচ্চিত্র নির্মাণের পুরো প্রক্রিয়াটি শেষ করতে আমাদের দুবছর লেগেছিলো।"
A scene from the movie 'Here Out West'
A scene from the movie 'Here Out West' Source: NIXCO
অর্ক দাশ জানান, গত বছর ছবিটির প্রিমিয়ার হয়েছে সিডনী ফিল্ম ফেস্টিভ্যালে এবং খুব শীঘ্রই ছবিটি দর্শকরা সিনেমা হলে দেখতে পাবে।

চিত্রনাট্যকার ও অভিনেতা অর্ক দাশের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:



Share