অস্ট্রেলিয়ার স্থানীয় আদিবাসীদের ভাষাগুলো এখন ইতিহাসের অংশ। তবে, নতুন একটি গবেষণায় দেখা গেছে, এ ভাষাগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির এই গবেষণাটিতে দাবি করা হয়েছে, বিশ্বের ৭,০০০ স্বীকৃত ভাষার মধ্যে ইতোমধ্যে অর্ধেক সংখ্যক ভাষাই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিপন্ন এবং ১৫০০ ভাষা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে।
বিশ্ব জুড়ে এই সমস্যাটি বিস্তৃত হয়েছে। প্রায় প্রতিটি মহাদেশেই এ রকম বহুল সংখ্যক বিপন্ন ভাষা রয়েছে যেসব ভাষায় এ শতাব্দীর শেষ নাগাদ হয়তো বা আর কেউই কথা বলবে না।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
প্রফেসর মেকিন্স বলেন, ইংরেজির মতো ভাষাগুলোর আধিপত্যের কারণে এ অবস্থা।
তিনি বলেন, যেসব ভাষা হারিয়ে যাওয়ার বেশি ঝুঁকি রয়েছে সেগুলোর মাঝে অ্যাবোরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডারদের ভাষাগুলোও রয়েছে।
তবে, এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সবাই একমত পোষণ না করলেও অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ভাষা-বৈচিত্র যেন ভবিষ্যতেও বজায় থাকে সেটা নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে অর্থায়ন করার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: