আগামী ২ সেপ্টেম্বর, ২০২১ বৃহস্পতিবার থেকে নিউ সাউথ ওয়েলস সরকারের প্রেস কনফারেন্স দোভাষীর মাধ্যমে বাংলায় শুনুন ও দেখুন, প্রতিদিন, সরাসরি, অনডিমান্ড-এ এবং এসবিএস বাংলার ফেসবুকে।
ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় বিভিন্ন উপায়ে কোভিড-১৯ বিষয়ক হাল নাগাদ তথ্যাবলী পাওয়া যাচ্ছে এসবিএস-এ। কোভিড-১৯ আপডেট নিয়ে নিউ সাউথ ওয়েলস সরকারের দৈনিক সংবাদ সম্মেলনের সরাসরি সম্প্রচার দেখা যায় টেলিভিশনে এবং এসবিএস ।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
নিউ সাউথ ওয়েলসে সরকারের কোভিড-১৯ আপডেট আজকাল দোভাষীর মাধ্যমে অনুবাদ করিয়ে সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রতিদিন সকাল ১১টায়, এসবিএস-এ আরবীতে এবং এসবিএস ভাইসল্যান্ডে ভিয়েতনামী ভাষায়। এগুলো এসবিএস অন ডিমান্ডেও পাওয়া যায়।
আসিরিয়ান, ক্যান্টোনিজ, খেমার এবং ম্যান্ডারিন ভাষায় অনুবাদও পাওয়া যায় অন ডিমান্ডে।
বহু-ভাষিক এই সম্প্রচার-মাধ্যমটিতে নিউ সাউথ ওয়েলস সরকারের প্রেস কনফারেন্সের সরাসরি ভিডিও সম্প্রচার দেখানো হয়। আর, দোভাষীর মাধ্যমে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় এর অনুবাদ সাথে সাথে সরাসরি সম্প্রচার করা হয়।
মিডিয়া কনফারেন্সগুলো এরই মাঝে আরবী, ভিয়েতনামী, ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, আসিরিয়ান এবং খেমার ভাষায় অনূদিত হয়ে সরাসরি সম্প্রচারিত হচ্ছে , , , , এবং -এর ফেসবুক পেজগুলোতে ও এসবিএস রেডিওতে।
এই তালিকায় বাংলা, স্পেনিশ, উর্দু এবং গ্রিক ভাষা-সহ আরও ভাষা যুক্ত করার জন্য কাজ করছে এসবিএস।
গত মাসে (জুলাইয়ে) যখন এসবিএস এই কাজ শুরু করে, তখন থেকে এগুলো বিভিন্ন প্লাটফর্মে ৫০০,০০০ (পাঁচ লাখ)-এরও বেশি বার এবং ১.৬ মিলিয়ন মিনিটেরও বেশি দেখা হয়েছে।
এসবিএস-এর ম্যানেজিং ডাইরেক্টর জেমস টেইলর বলেন:
“পরিবর্তিত ঘটনাবলীর কারণে কমিউনিটিগুলোর ওপরে বিভিন্নভাবে প্রভাব পড়ছে। তাই, এসবিএস ক্রমাগতভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর নিয়মিত কার্যক্রম আরও বাড়াচ্ছে। ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় আরও বহু প্লাটফর্মে লাইভ ব্রডকাস্টের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে, কমিউনিটিগুলো তাদের প্রয়োজনীয় তথ্য পাচ্ছে, যখন তাদের এসব তথ্য খুবই দরকার।”
এসবিএস-এর ডাইরেক্টর অফ অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট, ডেভিড হুয়া বলেন:
“আমরা জানি যে, এই প্রয়োজনের সময়ে কার্যকরভাবে কমিউনিটিগুলোকে সহায়তা প্রদানের জন্য আমাদের ক্রমাগতভাবে নতুন নতুন উপায় খুঁজে বের করতে হবে এবং ভিন্ন ভিন্ন উপায় কাজে লাগাতে হবে; যেন সবাই যথার্থ ও সঠিক তথ্যাবলী লাভ করতে পারে, যা বিভিন্ন কমিউনিটির দৃষ্টিকোণগুলোর প্রতিফলন ঘটায় এবং তাদের কথাও তুলে ধরে।”
কোভিড-১৯ এবং ভ্যাকসিন বিষয়ক স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ ও তথ্যাবলী পাওয়া যাচ্ছে , ৬০টিরও বেশি ভাষায়।