অস্ট্রেলিয়ার বাইরে যাওয়ার ক্ষেত্রে কী পরিবর্তন আনা হয়েছে?

Travellers are seen at Sydney Domestic Airport in Sydney, Wednesday, June 23, 2021. New Zealand has stopped quarantine-free travel with NSW for at least 72 hours after the Bondi cluster in Sydney's east rose. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

Travellers are seen at Sydney Domestic Airport in Sydney, Wednesday, June 23, 2021. Source: AAP Image/Dan Himbrechts/AAP

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর এই সময়টিতে অস্ট্রেলিয়া থেকে বাইরে যাওয়া-আসার ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। ১১ আগস্ট ২০২১ থেকে এসব নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। অস্থায়ী ও স্থায়ী ভিসাধারীদের এবং দ্বৈত নাগরিকদের-সহ সবার জন্য ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সে বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।


আওতায় অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী অভিবাসীরা ‘একজেম্পশন’ ছাড়া সাধারণভাবে অস্ট্রেলিয়া ছেড়ে বাইরে যেতে পারছেন না এবং অস্থায়ী ভিসাধারীরাও ‘একজেম্পশন’ ছাড়া অস্ট্রেলিয়ায় আসতে পারছেন না।

সম্প্রতি, এসব নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে, যা ১১ আগস্ট ২০২১ থেকে কার্যকর করা হয়েছে।

এর আগে, অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী অভিবাসীদের মধ্যে যারা অস্ট্রেলিয়ার বাইরে অধিকাংশ সময় বসবাস করেন, তারা সাধারণত, ‘একজেম্পশন’ ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়ে বাইরে যেতে পারতেন। কিন্তু, ১১ আগস্ট ২০২১ থেকে তাদেরকেও ‘একজেম্পশন’ আবেদন করতে হচ্ছে।
অস্ট্রেলিয়ার এই ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান বলেন,

“যারাই অস্ট্রেলিয়া ত্যাগ করতে চায়, তারা কিন্তু অস্ট্রেলিয়া ত্যাগ করতে পারবে, যদি তাদের ক্ষেত্রে এ রকম কিছু ঘটে যে, আপনি ব্যবসা-বাণিজ্যের জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছেন, তাহলে পারবেন।”

“জরুরি চিকিৎসার জন্য, যেটা অস্ট্রেলিয়ায় সহজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া ত্যাগ করতে পারবেন। এছাড়া, কমপেলিং রিজন ফর থ্রি মান্থস অর লঙ্গার, এটা যুক্ত করেছে যে, কেউ যদি কোনো কমপেলিং রিজনের কারণে এদেশ ত্যাগ করতে চায়, তাহলে করতে পারবে। কিন্তু, সেটা তিন মাস বা তার চেয়ে বেশি সময়ের জন্য হলে এই বিষয়টাকে তাকে প্রমাণ করতে হবে।”
রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান নতুন আনা পরিবর্তনগুলো সম্পর্কে বলেন, সর্বোপরি, আগে একজেম্পশনটা সহজ ছিল, কিন্তু ১১ আগস্ট থেকে এটা কিছুটা কঠিন করা হয়েছে।
রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান নতুন আনা পরিবর্তনগুলো সম্পর্কে বলেন, সর্বোপরি, আগে একজেম্পশনটা সহজ ছিল, কিন্তু ১১ আগস্ট থেকে এটা কিছুটা কঠিন করা হয়েছে। Source: Kawsar Khan

বিয়ে করার জন্য কেউ যেতে পারবে কিনা?

কাউসার খান বলেন,

“বিয়ের জন্য এখানে সরাসরি কোনো অপশন নেই। কিন্তু, কেউ যদি পরিবারের কোনো অসুস্থ সদস্যকে দেখতে গিয়ে কিংবা কেয়ার করতে গিয়ে কিংবা এখান থেকে একজেম্পশন নেওয়ার পরে গিয়ে যদি কেউ বিয়ে করে, তাতে কিন্তু কোনো বাধা থাকবে বলে মনে হয় না।”

অস্থায়ী ভিসাধারীদের অস্ট্রেলিয়া ত্যাগ করার বিষয়ে তিনি বলেন,

“অস্থায়ী ভিসাধারীরা অস্ট্রেলিয়া ছেড়ে যেতে পারবে। তবে, তারা যদি আবার ফিরে আসতে চায়, তখন বাধা রয়েছে।”

নতুন আনা পরিবর্তনগুলো সম্পর্কে তিনি বলেন,

“সর্বোপরি, আগে একজেম্পশনটা সহজ ছিল, কিন্তু ১১ আগস্ট থেকে এটা কিছুটা কঠিন করা হয়েছে।”

সবশেষে তিনি বলেন,

“ভ্যাকসিন নিন, ঘরে থাকুন, ভাল থাকুন।”
Testing Slides Bangla
Source: NSW Government
বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন। 

আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন: 

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স: 

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন।

কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share