আজ ঐতিহাসিক ৭ মার্চ: “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”

Sheikh Mujibur Rahman

Bangabandhu Sheikh Mujib giving speech on 7th March 1971 at Res-Course field. Source: Wikimedia

৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণকে অনেকেই স্বাধীনতার ডাক বলে মনে করেন। এতে তিনি ঘোষণা করেন, “এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।” এ সমাবেশ থেকে তিনি অসহযোগ আন্দোলন ঘোষণা করেন এবং জনগণকে “ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার” আহ্বান জানান।


ইউনেসকো ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে তাদের “মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার”-এ ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
Sheikh Mujibur Rahman (1920 - 1975), the founding leader of Bangladesh.
Sheikh Mujibur Rahman (1920 - 1975), the founding leader of Bangladesh. Source: Photo by Ian Brodie/Daily Express/Hulton Archive/Getty Images
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .















































Share