এবারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে প্রকৌশলী আহসান নেওয়াজ খান বলেন,
“১৯৯২ সালের পর ইংল্যান্ড এই প্রথম ফাইনালে উঠলো। আর, নিউ জিল্যান্ড পর পর দু’বার ফাইনালে উঠলো।”
তার মতে, বৃষ্টির কারণে যদিও কিছু কিছু ম্যাচ বিঘ্নিত হয়েছে। তারপরও এবারের বিশ্বকাপে ব্যাটে-বলের লড়াই বেশ জমজমাট ছিল।
তিনি বলেন,
“শেষের ম্যাচটি ছাড়া ভারত পুরো টুর্নামেন্ট ভাল খেলেছে।”
ফাইনালে ওঠা স্বাগতিক ইংল্যান্ড সম্পর্কে বলেন,
“গ্রুপ পর্যায়ে একটি ম্যাচে শ্রী লঙ্কার সঙ্গে ইংল্যান্ড অপ্রত্যাশিতভাবে হেরেছে। সেটা বাদে পুরো বিশ্বকাপ জুড়ে তারা ভাল খেলেছে।”
আর, বাংলাদেশ দল সম্পর্কে তার মূল্যায়ণ:
“বাংলাদেশে সামগ্রিকভাবে ভালই খেলেছে।”
তার মতে, বাংলাদেশের ব্যাটিং ভাল ছিল। তবে, বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিংয়ের সমালোচনা করেন তিনি।আহসান নেওয়াজ খানের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Ahsan Newaz Khan Source: Supplied