গতকাল বৃহস্পতিবার এই জয়ের ফলে ফাইনালের ওঠার ২৭ বছরের অপেক্ষার অবসান হলো ইংলিশদের। সর্বশেষ ১৯৯২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড।এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম হারলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত ছয় সেমিফাইনালে কেউই অজিদের হারাতে পারেনি। গত বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড কে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গত পাঁচ আসরের চারটি ফাইনালেই জয়লাভ করে।
গত ছয় সেমিফাইনালে কেউই অজিদের হারাতে পারেনি Source: Getty Images
গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড এবার দ্বিতীয়বারের মত ফাইনালে উঠলো। প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা।ক্রিকেট দর্শকরা গত ২৩ বছরে নতুন কোন চ্যাম্পিয়ন পায়নি। সর্বশেষ ১৯৯৬ সালে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা। এরপর আর নতুন কোন চ্যাম্পিয়ন পায়নি ক্রিকেট বিশ্ব। এরপর প্রতিবারই যে দলগুলো ফাইনাল খেলেছিল তারা আগে অন্তত একবার হলেও বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এবার হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ক্রিকেট ফাইনাল ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন দলই আগে চ্যাম্পিয়ন হতে পারেনি। এর ফলে নতুন চ্যাম্পিয়নশীপ কার ঘরে উঠবে এই কৌতূহলকে ঘিরে এখন দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাছাড়া শিরোপা লড়াইয়ের এই নতুন সমীকরণে বিশ্বকাপ ক্রিকেটের একঘেয়েমি কিছুটা হলেও কেটেছে বলে ক্রিকেটপ্রেমীদের ধারণা।
প্রথম সেমি ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা Source: Reuters
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ই জুলাই ইংল্যান্ডের লর্ডসে।