এবারের বিশ্বকাপে বাংলাদেশের অর্জন অনেক

Bangladesh cricket tour of Sri Lanka in a precarious situation again

Source: Getty Images

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীরা কী ভাবছেন? এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ক্রীড়ামোদী মাহবুব হাসান বাহার।


পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাহবুব হাসান বাহার ক্রিকেট সম্পর্কেও আগ্রহ রাখেন। এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।

মাহবুব বাহার বলেন,

“আসলে আমরা কিছু পেয়েছি।”

“আমাদের বলার মতো অ্যাচিভমেন্ট আমরা করেছি।”

তার মতে, যেখানে বাংলাদেশ দল সেমিফাইনালেই খেলতে পারলো না, সেখানে তারা এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী (সাকিব আল হাসান) এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী (মুস্তাফিজ) পেয়েছে। এগুলো অবশ্যই বাংলাদেশ দলের অর্জন।

মাহবুব বাহারের মতে,

“আমাদের পেস অ্যাটাক দরকার, ফাস্ট বোলিং দরকার, গতি দরকার।”
Mahbub Bahar JP, CA, MBA, MIPA Chartered Accountant and Lecturer at TAFE NSW.
Mahbub Bahar JP, CA, MBA, MIPA Chartered Accountant and Lecturer at TAFE NSW. Source: Supplied
মাহবুব হাসান বাহারের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share