সাউথ অস্ট্রেলিয়ায় বাঁধের পানিতে ডুবে বাংলাদেশি দম্পতির এক শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু

গত রবিবার সাউথ অস্ট্রেলিয়ার কুনাওয়ারা বুশ হলিডে পার্কের পাশে এক বাংলাদেশি অভিবাসী দম্পতির শিশু কন্যা আমায়া বাঁধের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। পরিবারটি সেখানে গিয়েছিলো ছুটি কাটাতে। শিশুটির বাবা আবু হুদা এসবিএস বাংলাকে খবরটি নিশ্চিত করেন।

Bangladeshi migrant

"আমায়া স্বাভাবিক শিশু হিসেবেই বড় হচ্ছিলো, চঞ্চল ছিল আর এটা-ওটা প্রশ্ন করতো।" Source: 7News

শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে সাউথ অস্ট্রেলিয়ার কুনাওয়ারা বুশ হলিডে পার্কে বন্ধুবান্ধবদের সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন বাংলাদেশি অভিবাসী আবু হুদার পরিবার, সাথে ছিল তাদের ১৮ মাসের শিশুকন্যা আমায়া। তাদের থাকার জায়গাটি ছিল একটি বাঁধের পাশে।

হঠাৎ করে সবার অলক্ষে আমায়া হারিয়ে যায়, এবং এরপর ওর বাবা-মা পার্ক এবং আশেপাশে পাগলের মত খুঁজতে থাকেন। পরে ছোট্ট আমায়াকে খুঁজে পাওয়া যায় পাশের একটি পুকুরে। 

একজন অফ-ডিউটি প্যারামেডিক তাকে  সিপিআর দেন, এবং এরপর তাকে স্থানীয় নারাকোর্ট হাসপাতালে নেয়া হয়।  কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Bangladeshi migrant
শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন আবু হুদা Source: 7News
মিঃ হুদা সেভেন নিউজকে বলেন, "এর চেয়ে কঠিন শব্দ আমি জীবনে শুনিনি।"

"আমায়া স্বাভাবিক শিশু হিসেবেই বড় হচ্ছিলো, চঞ্চল ছিল আর এটা-ওটা প্রশ্ন করতো।"

"খুব কিউট ছিল ও, আমরা ওকে হারিয়ে ফেললাম।" 

আবু হুদার পরিবার বাংলাদেশ থেকে এডিলেড এসেছিলো ৬ বছর আগে।  ছুটি কাটাতে আরো বেশ কয়েকটি বাংলাদেশি পরিবারের সাথে তারা সেখানে ঘুরতে যায়। 

মিঃ হুদা এসবিএস বাংলাকে জানান তারা গত শনিবার রাতে সেখানে পৌঁছান। তখন তাদের মনে হয়েছে তাদের থাকার জায়গা থেকে বাঁধের দূরত্ব খুবই কম, মাত্র ৪০ মিটার, সেখানে কোন ফেন্স ছিল না, জায়গাটি ছিল একদম অরক্ষিত।
Bangladeshi migrant
ছোট্ট আমায়াকে খুঁজে পাওয়া যায় পাশের একটি পুকুরে Source: 7News
"আমরা বলাবলি করছিলাম, এরকম অরক্ষিত থাকা, এটা তো খুব বিপজ্জনক। আমাদের কাছে এটা একটা ফাঁদের মতো মনে হয়েছে।" হতভাগ্য পিতা বলেন, "শুধু একটা ফেন্স আমার মেয়ের জীবন বাঁচাতে পারতো।"

মিঃ আবু হুদা কমিউনিটিকে উদ্দেশ্য করে এসবিএস বাংলাকে বলেন, "আপনারা সবাই আমার মেয়ের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।" 

এদিকে পার্ক ম্যানেজার সেভেন নিউজকে বলেন, এই বাঁধটি মূলত মাছ ধরার জন্য ডিজাইন করা হয়েছে, সাঁতার কাটার জন্য নয়, তাই ফেন্স বা বেড়া দেবার প্রয়োজন মনে করেননি তারা।  তবে এই ঘটনার পর তারা এখানে ফেন্স দেওয়ার কথা বিবেচনা করছেন।

ছুটি কাটাতে গিয়ে শিশু মৃত্যুর এই ঘটনায় কমিউনিটিতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অনেকেই ছুটি কাটাতে শহরের বাইরে বেড়াতে যান। 

এসব ক্ষেত্রে কমুউনিটির অনেকেই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেন, যারাই হলিডেতে শহরের বাইরে যান তারা যেন থাকার জায়গা এবং আশেপাশের এলাকা শিশুদের নিরাপদ চলাচলের জন্য উপযুক্ত কিনা তা যেন জেনে নেন। এর আগেও ছুটি কাটাতে গিয়ে কিছু দুর্ঘটনার কথা শোনা গেছে। 

আরো পড়ুন:

Share
Published 10 March 2020 5:10pm
Updated 10 March 2020 5:33pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends