ভারতীয় সিনেমার সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক রয়েছে। ১৯৬৪ সালে সর্বপ্রথম রাজ কাপুরের “সঙ্গম” সিনেমার শুটিং হয় সুইজারল্যান্ডে। এছাড়া, শাহরুখ খান ও কাজল অভিনীত বিখ্যাত ছবি “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”-এর শুটিংও হয়েছে সেখানে। আদিত্য চোপড়ার এই সিনেমার পর সেখানে পর্যটন শিল্প ফুলে ফেঁপে উঠে।
ভারতীয় পরিচালকদের মধ্যে যশ চোপড়া সবচেয়ে বেশি শুটিং করেছেন সুইজারল্যান্ডে। তাই, ২০১৬ সালে মধ্য সুইজারল্যান্ডের ইন্টালাকেনে তার মূর্তি বসানো হয়েছে।সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ এবার মূর্তি বসাচ্ছে প্রয়াত নায়িকা শ্রীদেবীর।
Source: AAP
বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। ১৯৮৯ সালে তার অভিনীত “চাদনী” ছবিটি সুপার-ডুপার হিট হয়। সুইজারল্যান্ডের মাটিতেই যশ চোপড়ার “চাদনী” ছবির শুটিং হয়েছিল।