করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন নতুন নির্দেশনা জারি করা হচ্ছে। এগুলো অনুসরণে ব্যর্থ হলে শাস্তির বিধানও রয়েছে। নিউ সাউথ ওয়েলসে এসব নির্দেশনা লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড এবং ১১,০০০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে। আজ থেকে এসব প্রয়োগ করা হবে।
গতকাল সোমবার রাত ১০:২০ এ মন্ত্রী ব্রাড হ্যাজার্ড নতুন একটি অর্ডারে স্বাক্ষর করেছেন। The অনুসারে ১৬টি “যৌক্তিক কারণ” ছাড়া কেউ তার আবাসন-স্থলের বাইরে যেতে পারবেন না।
গ্রহণযোগ্য “যৌক্তিক কারণগুলোর” মধ্যে রয়েছে: “খাবার সংগ্রহ কিংবা অন্যান্য পণ্য এবং সেবা গ্রহণের জন্য”, কর্মক্ষেত্রে যাওয়া এবং শিক্ষালাভের জন্য ভ্রমণ, যদি তা ঘর থেকে সম্পন্ন করা সম্ভব না হয়, ব্যায়াম, মেডিকেল বা সেবা করার জন্য, রক্তদানের জন্য, এবং পাবলিক সার্ভিস গ্রহণের জন্য, যেমন, ওয়েলফেয়ার কিংবা ডমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে সহায়তা লাভের জন্য বাইরে যাওয়া।
এ ছাড়া, এই অর্ডারের মাধ্যমে পাবলিক প্লেসে দু’জনের বেশি লোকের সমাবেশও বাতিল করা হয়েছে, যদি না তারা একই পরিবারের সদস্য হন, কিংবা সেই সমাবেশ যদি “কাজ বা শিক্ষার জন্য অপরিহার্য” না হয়।
মঙ্গলবার থেকে, নর্দার্ন টেরিটোরি এবং সাউথ অস্ট্রেলিয়া ছাড়া বেশিরভাগ স্টেট এবং টেরিটোরিতে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োগ করবে পুলিশ।
অস্ট্রেলিয়ার সর্বমোট কোভিড-১৯ কেসের কম-বেশি অর্ধেক কেসই নিউ সাউথ ওয়েলসের। রাজ্য সরকার মঙ্গলবার সকালে নিশ্চিত করেছে যে, এ রাজ্যে সংক্রমণের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান মঙ্গলবার জনগণের প্রতি অনুরোধ করেন “একেবারেই” দরকার না হলে ঘর ছেড়ে বাইরে না বের হতে।
তিনি বলেন, বড় চিন্তার বিষয় হলো কোনো কোনো এলাকায় কমিউনিটিতে সংক্রমণের হার। যেমন, সিডনির ইস্টার্ন সাবার্বগুলোর মধ্যে ওয়েভারলি এবং বন্ডাই। সেখানে লোকজন হয়তো জানেনই না যে, তাদের করোনাভাইরাস রয়েছে।
মঙ্গলবার সিডনিতে তিনি রিপোর্টারদেরকে বলেন,
“জনগণের জন্য এটা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যে, তাদের এটা [করোনাভাইরাস] রয়েছে এবং তাদের সেভাবেই আচরণ করা উচিত যে, তাদের এটা রয়েছে।”
Source: AAP
“ওয়েভারলি এবং বন্ডাইয়ের মতো এলাকায় স্থানীয়ভাবে [করোনাভাইরাসের] প্রাদূর্ভাব ঘটেছে। এর ফলে, কমিউনিটি থেকে কমিউনিটিতে সংক্রমণ কমাতে সেসব এলাকায় টেস্টিংয়ের সংখ্যা বাড়বে।”
নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার পর্যন্ত সুনিশ্চিতভাবে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২,০৩২, যা আগের দিনের চেয়ে ১১৪ জন বেশি।
নিউ সাউথ ওয়েলসে ৩৫ জন রোগী ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।
এদিকে, ভিক্টোরিয়ায় শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য কেনার জন্য, ব্যায়াম কিংবা কাজে বা পড়াশোনার জন্য (যদি ঘরে থেকে তা সম্পন্ন করা সম্ভব না হয়) ঘর ছেড়ে বাইরে যাওয়া যাবে।
আর, ঘরে অবস্থানকালে, পরিবারের সদস্য ছাড়া দু’ব্যক্তির বেশি লোকের জমায়েত করাও আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
এসব আইন মেনে চলা নিশ্চিত করার জন্য সেখানে অন-দ্য-স্পট (ঘটনাস্থলে) ব্যক্তির জন্য ১,৬৫২ ডলার এবং বিজনেসের জন্য ৯,৯১৩ ডলার জরিমানা করার বিধান রয়েছে।
আদালতের মাধ্যমে এর চেয়ে বেশি জরিমানাও করা হতে পারে।
প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ ভিক্টোরিয়ানদেরকে সতর্ক করে বলেন, বাইরে দু’জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা নিয়ে সাম্প্রতিক এই নির্দেশনাগুলোকে যদি কেউ তাচ্ছিল্য করে তাহলে সে শাস্তি পাবে।
তিনি বলেন,
“আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ভিক্টোরিয়া পুলিশ।”
কুইন্সল্যান্ডে জরিমানার পরিমাণ ১,৩৩০ ডলার এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এই অঙ্ক ১,০০০ ডলার।
এসিটি এবং তাসমানিয়ার পুলিশও জরিমানা ইস্যু করতে পারবে।
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।
আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:
Additional reporting by AAP, Evan Young.