অস্ট্রেলিয়ার বৈচিত্রপূর্ণ বহু-সাংস্কৃতিক সমাজে, অস্ট্রেলিয়ার গণমাধ্যম জগতে অনুপম স্থান অধিকার করে আছে স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস (এসবিএস)।
বৈচিত্রপূর্ণ বিশ্বকে ধারণ করা, অনুভব করা, সম্মান করা এবং উপভোগ করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করাকে উৎসাহিত করে এসবিএস।
পাঁচটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ৬৮ টি ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে এসবিএস। আরও রয়েছে এসবিএস অন ডিমান্ড, যা যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে উপভোগ করা যায়।১৯৭৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়া সরকার সিডনিতে 2EA এবং মেলবোর্নে 3EA রেডিও স্টেশন প্রতিষ্ঠা করে। ইংরেজিভাষী নয় এ রকম পটভূমি থেকে উঠে আসা লোকদেরকে নতুন ন্যাশনাল হেলথ স্কিম মেডিব্যাংক সম্পর্কে অবহিত করাটাই ছিল উদ্দেশ্য।
Source: SBS Bangla
এসবিএস-এর শুরুর দিকে ইনডিয়ান গ্রুপে যে কয়টি ভাষা অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো: হিন্দি, উর্দু, বাংলা, পাঞ্জাবি, গুজরাতি এবং তামিল।
অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠী ক্রমশ বাড়ছে। সর্বশেষ ২০১৬ সালের আদমশুমারি অনুসারে অস্ট্রেলিয়ায় ৫৪,৬০০ এরও বেশি বাংলাভাষী রয়েছেন। তাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় সপ্তাহে দু’দিন, দু’ঘণ্টা। প্রতি সোম ও শনিবার অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
বর্তমান যুগের সাথে তাল রেখে এবং শ্রোতাদের চাহিদা অনুযায়ী আরও অনেক অনলাইন প্লাটফর্মে বিস্তৃত এসবিএস বাংলার অনুষ্ঠান। রেডিও অনুষ্ঠান ছাড়াও আমাদের রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক অ্যাকাউন্ট। ওয়েবসাইটে রয়েছে সাম্প্রতিক ঘটনার প্রতিবেদন ও পডকাস্ট।আপনি কি এসবিএসবাংলায়কাজ করতে আগ্রহী?
Source: SBS
অস্ট্রেলিয়ান মূল্যবোধগুলোর সঙ্গে সঙ্গতি রেখে এসবিএস কর্মক্ষেত্রে নারী-পুরুষের মাঝে কোনো প্রকার বৈষম্য করে না। ভাষা, ধর্ম, লিঙ্গ কিংবা অন্য কোনো কারণে কোনো প্রকার বৈষম্যের সুযোগ নেই এখানে।
আগ্রহী হলে আপনিও যোগ দিতে পারেন এসবিএস বাংলা টিমে। এসবিএস বাংলায় যোগ দিতে নিচের লিঙ্কটি দেখুন:
Source: SBS
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনের জন্য সার-সংক্ষেপ (অ্যাবস্ট্র্যাক্ট) তৈরি করা জানতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন