প্রাক্তন আইইউবিয়ান অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন (এক্সআইএএ) দ্বারা আয়োজিত এই ইভেন্টটির লক্ষ্য ছিল প্রবাসী সম্প্রদায়ের কাছে বাংলাদেশী ঐতিহ্যের স্বাদ নিয়ে আসা, পরিবার, বিশেষ করে শিশুদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা।
অনুষ্ঠানটিতে উপস্থিত সকলে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ এবং উৎসবের আমেজে মগ্ন ছিলেন। এতে ছিল বৈচিত্রময় বাংলাদেশী খাবারের আয়োজন।
ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরিধান করেছিল সবাই, যা এই উৎসবমুখর পরিবেশে অবদান রাখে এবং বাংলাদেশের সাংস্কৃতিক শিকড়ের সাথে সংযোগের অনুভূতি জাগিয়ে তোলে।
প্রাক্তন আইউবিয়ান্স অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন (XIAA) এর পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
"‘ফাগুন উৎসব’ উদযাপন ছিল অস্ট্রেলিয়ার প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশী সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে XIAA-এর প্রতিশ্রুতির একটি প্রমাণ। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, XIAA-এর লক্ষ্য সম্প্রদায়ের অনুভূতি তৈরি করা, সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা এবং বাংলাদেশের বুননে তৈরি প্রাণবন্ত ঐতিহ্যের আভাস দেওয়া।”
“প্রাক্তন IUBian অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন (XIAA) হল একটি কমিউনিটি সংস্থা যা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB) থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী পরিবারগুলোর মধ্যে একতা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির জন্য নিবেদিত। XIAA ইভেন্ট এবং কার্যক্রমের আয়োজন করে যা বাংলাদেশী ঐতিহ্য উদযাপন করে, এর সদস্যদের জন্য সম্প্রদায় এবং সংযোগের অনুভূতি প্রদান করে।”
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS