বৃষ্টিস্নাত সিডনির প্রতিকুলতা উপেক্ষা করে চেস্টার হিল কমিউনিটি সেন্টারে গত ২৭ মার্চ, রবিবার সিডনি প্রবাসী IUB-এর প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তাদের বৈশাখী উৎসবে।
নতুন প্রজন্মের আলিফ, আহনাফ ও নাফির সমবেত পবিত্র কুরআনের মর্মবাণী পাঠের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা ইলিয়াস চৌধুরী।আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন BMS এর সহসভাপতি ডাক্তার মেহেদী ফারহান এবং BAFA-এর সভাপতি মিস তাম্মী পারভেজ।
Source: EX-IUBIANS AUSTRALIA ASSOCIATION INC
বিটিভির সংবাদপাঠক আসিফ ও ফাতেমার প্রাণবন্ত উপস্থাপনায় এরপর বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার প্রয়াস ছিলো অনুষ্ঠানের প্রতিটি অংশে।
স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আসিফ ইকবাল আবৃত্তি করেন শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' কবিতাটি। বৈশাখী নৃত্য পরিবেশন করেন নতুন কুড়ি-খ্যাত শিল্পী সাদিয়া আরিফিন। সিডনির শিল্পী লুৎফা খালেদ বৈশাখী গানের অসাধারণ সূরমু্র্ছনায় মুগ্ধ করেন উপস্থিত সবাইকে।
তবে, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো নতুন প্রজন্মের সোনামনি আলভিনা, আনায়া, আরিবা আর মাইশার পরিবেশিত দলীয় নৃত্য।
প্রাক্তন ছাত্রী মৌসুমী ও তানভীরের দিকনির্দেশনায় সাজানো এই উৎসবের অলঙকরণ ছিলো দেশীয় বৈশাখী মেলার আদলে। এতে ছিল ঐতিহ্যবাহী রিকশা, মেহেদি, রেশমী চুড়ির পসরা।তারেক ও নাইমুরের প্রচেষ্টায় হরেক রকম দেশীয় খাবারে সাজানো ছিলো দিনব্যাপী এই আয়োজন। দেশীয় ভর্তা-ভাজির পাশাপাশি ছিলো পিঠার আয়োজন। বৃষ্টিভেজা নস্টালজিক প্রাক্তন শিক্ষার্থীদের জন্য দিনশেষে ছিলো কফির ব্যবস্হা।
Source: EX-IUBIANS AUSTRALIA ASSOCIATION INC
ExIUBian Australia সবসময় সদস্যদের পারস্পরিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাবার লক্ষ্যে কাজ করে। সেই আলোকে ফরহাদ ইসলামের সঞ্চালনায় প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পেশাগত mentoring and networking সেশনটি ছিলো সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সবাই করতালির মাধ্যমে professional database তৈরি করার উদ্যোগকে স্বাগত জানায়।
সাঈদ পারভেজ ও আরমানের পরিচালনায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বৈশাখী ধাঁধা ও খেলা। এছাড়াও শিশুদের জন্য আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা যার বিষয়বস্তু ছিলো 'আমার চোখে বাংলাদেশ'। সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে জনপ্রিয় বাংলা গানের সম্ভার নিয়ে সবাইকে মুগ্ধ করে বাংলাদেশী শিল্পীদের ব্যান্ড 'রঙ্গন'।
এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য IUB-এর প্রাক্তন শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে। সুদূর সেন্ট্রাল কোস্ট থেকে আসা হাসান বলেন, 'এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত জীবনেও অবদান রাখে। সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য ধন্যবাদ দেয়ার সাথে নিয়মিত এই অনুষ্ঠান করার ব্যাপারে আয়োজকদেরকে অনুরোধ করছি।'
প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: