Feature

সিডনিতে অনুষ্ঠিত হলো আই-ইউ-বির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই-ইউ-বি) এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গত ২০ অক্টোবর ২০২৪, সিডনির রকডেলের ইন্দ্রানী ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয় এক 'নতুন সূর্যোদয়ের প্রত্যাশায়' শীর্ষক একটি অনুষ্ঠান।

IUB 2.jpeg

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই-ইউ-বি) এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গত ২০ অক্টোবর ২০২৪, সিডনির রকডেলের ইন্দ্রানী ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয় এক 'নতুন সূর্যোদয়ের প্রত্যাশায়' শীর্ষক একটি অনুষ্ঠান। Source: Supplied / Elius Chowdhury

এক্স আই-ইউ-বিয়ানস অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ইনক. আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়ায় বসবাসরত আই-ইউ-বি এর প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলায় রূপ নেয়, যেখানে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরাও আমন্ত্রিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন এই সংগঠনটির উপদেষ্টা লায়ন ইলিয়াস চৌধুরী। তিনি সংগঠনের সাম্প্রতিক সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সিডনি শাপলা শালুক লায়ন্স এর সভাপতি লায়ন ডক্টর মনিরুল ইসলাম ও প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আই-ইউ-বি এর পক্ষ থেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন শারমিন ইসলাম, সহকারী পরিচালক এবং প্রধান, অফিস অব সিজিপি অ্যান্ড আর-এ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।

এছাড়াও, মিজ ওয়েন্ডি লিন্ডসে, সাবেক সদস্য, কমিটি অন দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অ্যাগেইনস্ট করাপশন অনুষ্ঠানের সফলতা কামনা করে তার শুভেচ্ছা বার্তা পাঠান।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল IUB ছাত্র আসিফ ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, যিনি বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় নিহত হয়েছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিটিভির প্রাক্তন উপস্থাপক আসিফ ইকবাল। সাংস্কৃতিক পর্বে সিডনির সংগীতশিল্পী এবং আই-ইউ-বি এর প্রাক্তন ছাত্রী লুৎফা খালেদ, সুবর্ণা ও সম্প্রীতি গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশনায় ছিলেন প্রাক্তন ছাত্রী সাদিয়া আরেফিন ও তার কন্যা আলভীনা এবং অতিথি শিল্পী সামিরা পারভিন। পাশাপাশি, নতুন প্রজন্মের আজান, নাফি, আলিফ, মারিয়াম, আরিশা, মুনাজ, মাহরুস, আনায়া ও মাইশা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা, যা অতিথিদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি করে। অনুষ্ঠানে যোগ দেন এবং অংশগ্রহণ করেন বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা মাজনুন মিজান।

সাংস্কৃতিক পর্বের আরেকটি বড় আকর্ষণ ছিল সিডনির জনপ্রিয় ব্যান্ড 'জলফড়িং' এবং 'চারু'-র গান। তাদের পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সুষ্ঠু ও সুশৃঙ্খল আয়োজনের জন্য দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র আরমান, তারেক, মাশরুল, বাবু এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের প্রধান স্পন্সর ছিল সিডনির রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ড্রিম কি রিয়েলটি, যার কর্ণধার নাসির উদ্দিন সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 22 October 2024 2:16pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends