পরীক্ষামূলক কোভিড-১৯ ওষুধের “ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়ার” কথা বললেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা রিটা উইলসন। করোনাভাইরাসের চিকিৎসায় ক্লোরোকুইন ব্যবহারে সতর্ক করলেন তিনি।
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে মার্কিন টিভি চ্যানেল সিবিএস-কে তিনি বলেন,
“আমি খুবই ক্লান্ত অনুভব করছিলাম। আমার শরীরে ব্যথা ছিল।”
হাসপাতালে তার ওপর ক্লোরোকুইন নামে একটি পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি।
প্রখ্যাত মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন গত মার্চে অস্ট্রেলিয়ায় আসেন প্রবাদপ্রতীম গায়ক এলভিস প্রিসলির জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে। গত ১২ মার্চ তাদের দু’জনের শরীরে করা হয়। এরপর তাদেরকে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
রিটা উইলসনের শরীরের তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হলে এ ওষুধ প্রয়োগ করা হয় বলে জানান তিনি।
আমেরিকান টিভি চ্যানেল সিবিএস-কে তিনি বলেন,
“তারা আমাকে ক্লোরোকুইন দেয়।”
“আমি জানি লোকজন এই ওষুধটি নিয়ে কথাবার্তা বলছে। তবে আমি এটুকুই বলতে পারি যে, আমি জানি না যে এই ওষুধে কাজ হয়েছে কিনা কিংবা সময়ের ব্যবধানে জ্বর চলে গিয়েছে কিনা।”
“আমার জ্বর চলে যায়, তবে ক্লোরোকুইনের অনেক ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। আমার খুবই বমি পাচ্ছিল, মাথা ঘুরছিল এবং আমার মাংসপেশীগুলো খুবই দুর্বল হয়ে পড়েছিল।... আমি মনে করি, এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সচেতন থাকতে হবে।”
করোনাভাইরাসের এখন পর্যন্ত স্বীকৃত কোনো ওষুধ আবিষ্কৃত হয় নি। তবে, পরীক্ষামূলকভাবে ক্লোরোকুইন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ দুটি বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে। এগুলো অবশ্য মূলত ম্যালেরিয়ার চিকিৎসার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। কোভিড-১৯ চিকিৎসায় এগুলোর কার্যকরিতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এগুলোকে “গেমচেঞ্জার” বলে উল্লেখ করেছেন।
গোল্ডকোস্ট ইউনিভার্সিটি হাসপাতালের একজন মুখপাত্র নিশ্চিত করেন নি যে, টম হ্যাঙ্কস এবং রিটা উইলসনকে ক্লোরোকুইন দেয়া হয়েছিল কিনা। তবে তিনি গণমাধ্যমকে বলেন, “বাছাই করা রোগীদেরকে” এই ওষুধ প্রয়োগ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান গবেষকরাও বলেছেন যে, এর ফলে জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
ক্লোরোকুইন ফসফেট সাধারণত ব্যবহার করা হয় ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য।
৬৩ বছর বয়সী অস্কার-বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী, অভিনেত্রী ও গায়িকা রিটা উইলসন উভয়েই আরোগ্য লাভ করেছেন।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৩ জন অস্ট্রেলিয়ানের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এদেশে ৬ হাজার ছাড়িয়ে গেছে।
প্রতিষেধকের খোঁজে গবেষকরা
করোনাভাইরাসের ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হতে কতো দিন লাগবে? বিভিন্ন দেশে গবেষকরা এটি তৈরিতে উঠে-পড়ে লেগেছেন।
ইতোমধ্যে কিছু প্রতিষেধকের ট্রায়াল-রান বা পরীক্ষামূলক ব্যবহার করে দেখা হয়েছে।তবে, সেগুলোর আশাপ্রদ কোনো সুফল এখনও জানা যায় নি।
প্রতিষেধক তৈরি করতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।
Source: SBS
আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:
READ MORE
ভারতে বাদুড়ে করোনাভাইরাস