নতুন ট্রেজারি বিশ্লেষণে দেখানো হচ্ছে, করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কারণে জুন কোয়ার্টারে অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার প্রায় দ্বিগুণ হয়ে ১০ শতাংশে উপনীত হবে।
ট্রেজারি অনুমান করছে যে, ১৩০ বিলিয়ন ডলারের জবকিপার পেমেন্ট ছাড়া বেকারত্বের হার ১৫ শতাংশে পৌঁছুতে পারতো।
এই বৈশ্বিক মহামারীর কারণে বড় ধরনের শাটডাউন এবং ব্যাপকভাবে কর্মীদেরকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার আগে, গত ফেব্রুয়ারিতে বেকারত্বের হার ছিল ৫.১ শতাংশ।
ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ বলেন, জবকিপার পেমেন্টের জন্য ৮০০,০০০ এরও বেশি অস্ট্রেলিয়ান বিজনেস নিবন্ধন করেছে।
মঙ্গলবার তিনি বলেন,
“অস্ট্রেলিয়ানদেরকে কাজে এবং ব্যবসায় নিয়োজিত রাখতে সরকারের প্রতিটি বাহু এবং শিল্প কাজ করছে।”
“করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, [ইতোপূর্বে] বৈশ্বিক আর্থিক সঙ্কটের সময়ে আমরা যেমনটা দেখেছি, তার চেয়ে এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ।”মিস্টার ফ্রাইডেনবার্গ বলেন, অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে তার AAA ক্রেডিট ধরে রেখেছে। দশটি দেশের মাঝে মাত্র একটি দেশ এ রকমটি করতে পারে, বলেন তিনি।
Treasurer Josh Frydenberg Source: AAP
মার্চ মাসের লেবার ফোর্সের বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করা হবে বৃহস্পতিবারে। এই বৈশ্বিক মহামারীর অভিঘাত কতোটা পড়েছে তখন বুঝতে পারবে অস্ট্রেলিয়ানরা।
ইকনোমিস্ট-এর পূর্বাভাস কেন্দ্র মার্চের জন্য ৫.৪ শতাংশ বেকারত্বের হারের কথা বলেছে। ফেব্রুয়ারিতে এটা ছিল ৫.১ শতাংশ।
প্রেডিকশন রেঞ্জ এখন ৫.৯ শতাংশের মতো উঁচু, যা ২০১৬ সালের পর আর দেখা যায় নি।
গত রবিবার মিস্টার ফ্রাইডেনবার্গ অস্ট্রেলিয়ানদেরকে সতর্ক করেন যে, করোনাভাইরাসের এই সঙ্কটের কারণে বেকারত্বের হার তাৎপর্যপূর্ণভাবে বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক হ্রাস পাবে।
এবিসি-র ইনসাইডার অনুষ্ঠানকে তিনি বলেন,
“সেন্টারলিঙ্কের বাইরে যে লম্বা লাইন আমরা দেখেছি, এটা স্বাস্থ্য-বিষয়ক নিষেধাজ্ঞাগুলোর প্রতিফলন, যেগুলোর ভয়ানক অর্থনৈতিক অভিঘাত রয়েছে।”অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।
Source: SBS
আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন: