Mahmud Hasan Source: Supplied
- ধন্যবাদ, অভিবাসীরা যখন একটি নতুন দেশে আসেন তখন তাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান। বাংলাদেশী কমুনিটির যারা নতুন চাকুরী পেতে চান, তাদের পেশায় এগিয়ে যেতে চান, ক্যারিয়ারের একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে চান আমি তাদেরকে আমি স্বেচ্ছায় কনসাল্টিং দিয়ে থাকি। আমার আরেকটি উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কটি সারা অস্ট্রেলিয়ায় ছড়িয়ে দেয়া।
নতুনরা কিভাবে এই সাহায্য পাবে বা কাদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করবে ?
- ২০১৬ সাল থেকে আমি প্রাথমিকভাবে কনসাল্টিং দিয়ে থাকি। এর মধ্যে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ আয়োজন এবং রেডিও টকশোতে অংশগ্রহণ করেছি। এছাড়া বেশ কিছু স্টুডেন্ট অর্গানাইজেসন এবং বাংলাদেশ এসোসিয়েশন এবং সমন্বিতভাবে কমুনিটির বেশ কিছু ওয়ার্কশপে আমি বেশ কিছু মেটেরিয়াল দিয়েছি। তবে বর্তমান সময়ে ফেসবুকে বাংলাদেশ প্রফেশনাল সাপোর্ট গ্রূপ খোলা হয়েছে মূলত কুইন্সল্যান্ডের বাংলাদেশিদের সহায়তা দেয়া হচ্ছে, এতে সিভি, কাভারলেটার এবং সিলেকশন ক্রাইটেরিয়া ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে কেউ পরামর্শ চাইলে দেই, এই প্রক্রিয়াটি আরো বড়ো আকারে করার পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যারা বিভিন্ন প্রফেশনে লিডারশিপ পজিশনে আছেন তাদেরকে নিয়ে নেটওয়ার্ক তৈরী করার, তারা যদি মেন্টরিং করতে পারেন বাংলাদেশিদের পেশাগত সাফল্যের দিকে এগিয়ে নেয়ার জন্য তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে।
COVID-19-এর মহামারীতে অনেকে চাকরি হারিয়েছেন, এর ফলে সামনের দিনগুলোতে চাকরি পেতে অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন চাকরিপ্রার্থীরা, সেক্ষেত্রে আপনাদের কোন সার্ভিস কি তাদের কোন কাজে লাগবে ?
-আমার ব্যক্তিগত অভিমত, এই মুহূর্তে আপনার লিংকড-ইন প্রোফাইলের দিকে নজর দিতে হবে, এই সময়ে বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান বা নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখতে হবে। সিভি'র নানা ধরণের ফরমেট বের করে আপডেট করতে হবে, মনোযোগী হতে হবে আপনার কি আছে বা কি নেই। অনেক সময় যারা রেজিস্টার্ড বা চার্টার্ড কিংবা যাদের লাইসেন্সিং আছে তারা চাকরিতে টিকে যান। এই কাজগুলো যদি ঘরে বসে করে ফেলেন তাহলে এইরকম সিচুয়েশনে যদি আবারো পড়েন তাহলে সেগুলো ওভারকাম করতে পারবেন। মোট কথা এসময়ে মেন্টোরিংয়ের প্রয়োজন আছে, তাছাড়া কিছু অনলাইন কোর্সও করতে পারেন, সেই সাথে নেটোয়ার্কিংও চালিয়ে যেতে হবে।
এখন আপনারা ক্যারিয়ার মেন্টরিং স্বেচ্ছায় দিচ্ছেন, ভবিষ্যতে কি এ জন্য কোন চার্জ করবেন ?
-আমার সাথে বেশ কয়েকজন বাংলাদেশী কমিউনিটি লিডার আছেন যারা বিভিন্ন পেশায় সাফল্যের সাথে কাজ করছেন, আমাদের সবার উদ্দেশ্য এই মুহূর্তে কমিউনিটিকে এগিয়ে নেয়া। আমরা এই মুহূর্তে সবাই স্বেচ্ছায় কাজ করছি, তাই চার্জ বা ফি'য়ের বিষয়ে এখন আমরা কিছু ভাবছি না, কমিউনিটিকে সাহায্য করাই আমাদের মূল উদ্দেশ্য।
কমিউনিটিকে সাহায্য করতে আপনারা কোন সরকারি সাহায্য নিচ্ছেন ?
-এই মুহূর্তে আমরা কোন সরকারি সাহায্য নিচ্ছি না, তবে কিছু কিছু খরচ যেমন রুম বুকিং-এর জন্য কিছু অর্থ নেয়া হয়েছিল সেটা একবারই, বেশির ভাগ সময়ে সেটা বিনে পয়সায় করা হয়েছে। সরকারি সাহায্য পেতে গেলে ভবিষ্যতের পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে যাতে এটা আনুষ্ঠানিকতা পায়, আপাতত আমরা প্রাথমিক পর্যায়ে আছি, তবে এই উদ্যোগ আরো এগিয়ে নিতে গেলে আমাদের আরো সহায়তার প্রয়োজন পড়বে।
আপনারা কি সব প্রফেশনের জন্য পরামর্শ দিচ্ছেন নাকি নির্দিষ্ট কোন প্রফেশনের জন্য দিচ্ছেন?
-অনেকেই নির্দিষ্ট পেশার জন্য পরামর্শ চান, এক্ষেত্রে যারা ঐসব পেশায় অভিজ্ঞ আমরা তাদের কাছে পরামর্শের জন্য রেফার করি, এর বাইরে সাধারণ কিছু পরামর্শ আছে। এই মুহূর্তে যারা জেনারেলিস্ট অফিস জব করবেন, আমরা ফোকাসটা তাদের দিকেই রেখেছি, তবে ধীরে ধীরে এর পরিধি আমরা বাড়াবো।
এসবিএস বাংলাকে সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
-ধন্যবাদ আপনাকেও এবং এসবিএস বাংলার শ্রোতাদের যারা সাক্ষাৎকারটি শুনলেন।
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরো পড়ুনঃ