গত কয়েক বছরে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শিক্ষা ও উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রে দুই দেশ খুব ঘনিষ্ঠ সহযোগিতা করেছে। ভারত ও অস্ট্রেলিয়ার সহযোগিতা মুক্ত এবং উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি অঙ্গীকার প্রতিফলিত করছে।
এছাড়াও, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, জল ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা দ্রুত গতিতে বাড়ছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ইউক্রেনের মানুষের মৃত্যুর জন্য জবাব দিতে হবে রাশিয়াকে। বর্তমানে ইউরোপের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন। তবে তাদের মূল লক্ষ্য রয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
বস্তুত, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পথে এগিয়েছে ভারত-অস্ট্রেলিয়া। বিপুল অঙ্কের বাণিজ্যচুক্তি, যৌথভাবে একাধিক প্রকল্প নিয়ে পাকাপাকি সিদ্ধান্তের পাশাপাশি ভারতের বহুমূল্য ঐতিহাসিক সামগ্রী ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কথা দিয়েছেন, মোট ২৭ টি সামগ্রী ফেরানো হবে, যার মধ্যে অধিকাংশই হিন্দু স্থাপত্যকীর্তি বলে জানা গিয়েছে। সেসব সামগ্রী খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর জানিয়েছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
আগেই ভারতের ২৯টি প্রাচীন মূর্তি ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। মূর্তিগুলি ফিরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি সেগুলিকে পর্যবেক্ষণ করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। প্রাচীন এই মূর্তিগুলির মধ্যে রয়েছে শিব ও ভগবান বিষ্ণুর একাধিক মূর্তি। এই মূর্তিগুলি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়কালে তৈরি করা হয়েছিল। এই ভাস্কর্যগুলি রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলাঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্যে তৈরি করা হয়েছিল। এই মূর্তিগুলি কোনোটি বেলেপাথর তো কোনোটি মার্বেল, ব্রোঞ্জ, পিতল, কাগজ দিয়ে তৈরি।
READ MORE
ভারতীয় সংবাদ: ২১ মার্চ ২০২২
এছাড়া, গণমাধ্যম নিয়েও ভারত ও অস্ট্রেলিয়া, দু’দেশের মধ্যে চুক্তি হয়েছে। বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, প্রসার ভারতী, ডিডি ইন্ডিয়া, ডিডি নিউজের সঙ্গে অস্ট্রেলীয় চ্যানেলের চুক্তি অনুযায়ী, দু’দেশের সাংস্কৃতিক আদান-প্রদান হবে। বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হবে উভয় দেশেই। বলা হচ্ছে, এবারই দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি অঙ্কের চুক্তি হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের জুনে প্রথমবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে এ ধরনের সম্মেলন হয়েছিল। তাতেই উভয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। সোমবার নরেন্দ্র মোদী-স্কট মরিসন করেছেন দ্বিপাক্ষিক দ্বিতীয় বৈঠক। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত বিশ্ব। আন্তর্জাতিক স্তরে আলোচনার মূল বিষয়বস্তু এটিই। ফলে মোদি-মরিসনের বৈঠকেও সেই বিষয়টি উঠে আসবে, তা প্রত্যাশিত ছিল। যদিও রাষ্ট্রপ্রধানদের আলোচনায় সরাসরি যুদ্ধের প্রসঙ্গ আসে নি বলেই খবর। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দু’দেশের তরফে নিরাপত্তা বাড়ানো নিয়ে কথা হয়েছে বলে খবর। মানবিক খাতে সাহায্য বাড়ানো হবে।
অন্যদিকে ইউক্রেন সঙ্কটে নিজের অবস্থান বুঝতে পেরেছে অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ সচিব শ্রিংলা জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে অবগত হয়েছে অস্ট্রেলিয়া। ইউক্রেনে সংঘাত এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দু’ দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্কট মরিসন ইউক্রেনে সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়া, দু’দেশেই অনুভব করেছে, ইউরোপের এই সঙ্কটের কারণে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মনোনিবেশ সরিয়ে নেওয়া উচিত নয়।
দুই রাষ্ট্র প্রধানই সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব লাদাখের পরিস্থিতির বিষয়েও স্কট মরিসনকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই অঞ্চলে শান্তি প্রয়োজন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: