কোয়াডভুক্ত দেশগুলির বিশেষ বৈঠকে বিশ্বের করোনা পরিস্থিতি থেকে শুরু করে জলসীমার নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচিত হয়েছে। এছাড়া শুক্রবার বৈঠকের পাশাপাশি মেলবোর্নের ক্রিকেট স্টেডিয়াম দেখতে গিয়েছিলেন তাঁরা। মেরিস ও জয়শঙ্করের পাশাপাশি উপস্থিত ছিলেন আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও জাপানের বিদেশমন্ত্রী হায়াশি ওশিমাসা। সেই মুহূর্তের দুটি ছবি টুইটারে পোস্ট করেন জয়শঙ্কর। একটি ছবিতে দেখা গিয়েছে মেরিসের হাতে বিরাটের সই করা একটি ব্যাট তুলে দিচ্ছেন বিদেশমন্ত্রী। আরও একটি ছবিতে তাঁদের মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
অন্যদিকে, করোনার বাড়বাড়ন্তের জেরে প্রায় দুই বছর ধরে অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ থাকার পর অবশেষে ২১ ফেব্রুয়ারি থেকে সেই সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর ফলে আবার অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন আন্তর্জাতিক পর্যটকরা।
পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী ও অন্যান্য ২০২০ সালের ২০ মার্চের পর থেকে আর অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুতি দেওয়া হয় নি। অবশেষে সেই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের সরকার। শুক্রবার মেলবোর্নে চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের বৈঠকে যোগ দিয়ে এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। এটা তাদের জন্য খুবই উপকারী হবে যাঁরা এতদিন ভারত থেকে এখানে আসার চেষ্টা করছেন।
মূলত পড়ুয়া, অস্থায়ী ভিসা গ্রাহক ও যাঁরা পরিবারের থেকে দূরে রয়েছেন তাঁদের জন্য এই সিদ্ধান্ত খুবই উপকারী। উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর সীমান্ত সীমিত আকারে পুনরায় খোলার পর শুধু সম্পূর্ণভাবে টিকা নেওয়া অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবার, দক্ষ শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আন্তর্জাতিক সীমানা এখন সবার জন্য খুলে দেওয়া হবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, সবাইকে অন্তত দু’টি টিকা নিতে হবে। যাদের টিকা নেওয়া হয় নি, তাদের প্রমাণ দিতে হবে যে টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের কোনও শারীরিক ঝুঁকি রয়েছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: