অস্ট্রেলিয়ার রয়েছে যে-সব জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং দেশ জুড়ে যে-সব স্থানে ভ্যাকসিন প্রদান করা হবে সে-সব তথ্য। সম্মুখ-সারির স্বাস্থ্যকর্মীরা এবং বয়স্ক ও প্রতিবন্ধী সেবাকেন্দ্রগুলোর বাসিন্দা ও কর্মীরা ভ্যাকসিন বা টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আপনি কি কোভিড-১৯ টিকাগ্রহণের জন্য উপযুক্ত? আর কোথায় আপনি অ্যাপয়েন্টমেন্টের বুকিং দিতে পারবেন? এ জন্য দেখুন:
আপনি যদি উপযুক্ততা লাভ না করেন এবং আপনার বয়স যদি ১৮ বছর বা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রেও আপনি অনুরোধ করতে পারেন যে, আপনি যখন উপযুক্ততা লাভ করবেন তখন যেন আপনাকে অবহিত করা হয়।
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীরা এখনও টিকাগ্রহণের জন্য উপযুক্ততা লাভ করে নি।
আপনার জিপির সঙ্গেও আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন এবং আপনার ভাষায় ভ্যাকসিন সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
কোন ভ্যাকসিনগুলোর জন্য সুপারিশ করা হচ্ছে?
৬০ বছরের কম-বয়সীদেরকে (কোমির্নাটি) ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে দ্য অস্ট্রেলিয়ান টেকনিকাল অ্যাডভাইজোরি গ্রুপ অন ইমুনাইজেশন (ATAGI)।
৬০ বছর ও তদূর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, আপনার বয়স যদি ১৮-৫৯ এর মাঝে হয়, সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে ও সম্মতি দেওয়ার সাপেক্ষে আপনি অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন বেছে নিতে পারেন।
১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী অস্ট্রেলিয়ানদের জন্য সাময়িকভাবে ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে এটি লাগানো শুরু হবে বলে আশা করা হচ্ছে।আপনার টিকা প্রদানের তথ্য সরকারিভাবে সংরক্ষণ করা হবে
Australia's Coronavirus vaccine roll out Source: Australian Department of Health
কারা কারা ভ্যাকসিন বা টিকা গ্রহণ করেছে তা নিরূপণ করার জন্য টিকা গ্রহণকারী ব্যক্তিদের কিছু তথ্য সংরক্ষণ করবে সরকার। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারী প্রত্যেকের রেকর্ড সংরক্ষণে সহায়তা করা অস্ট্রেলিয়ান ভ্যাকসিনেশন প্রোগ্রাম প্রভাইডারদের জন্য অবশ্য কর্তব্য।
আশা করা হচ্ছে, প্রত্যেক ব্যক্তির ভ্যাকসিন গ্রহণের তথ্য মাই হেলথ রেকর্ড, মেডিকেয়ার (ইমুনাইজেশন হিস্ট্রি স্টেটমেন্ট) এর মাধ্যমে পাওয়া যাবে কিংবা টিকা গ্রহণের সময়ে প্রাপ্ত মুদ্রিত সনদ পাওয়া যাবে, যার ইলেক্ট্রনিক কপি ইমেইল যোগে পরবর্তীতে পাঠানো হবে।
কোভিড-১৯ এর সকল ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে
অস্ট্রেলিয়ার সকল নাগরিক, স্থায়ী অভিবাসী এবং সকল ভিসাধারী বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন লাভ করবেন। যারা অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট, ওয়ার্কিং, স্কিলড, ফ্যামিলি, পার্টনার, রিফিউজি, অ্যাসাইলাম সিকার, টেম্পোরারি প্রটেকশন ভিসা, হিউম্যানিটেরিয়ান, রিজিওনাল, ব্রিজিং কিংবা স্পেশাল ভিসায় আছেন তারা সবাই বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
ডিটেনশন ফ্যাসিলিটিগুলোতে অবস্থানরত ব্যক্তিরাও উপযুক্ত বলে বিবেচিত হবেন, তাদের মধ্যে যাদের ভিসা ইতোমধ্যে বাতিল করা হয়েছে, তারাও।
করোনাভাইরাস বিষয়ক সরকারি তথ্য
- ডিপার্টমেন্ট অফ হেলথ - COVID-19 Vaccine information .
- ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স - COVID-19 information .
- অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
- আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
- Please check the relevant guidelines for your state or territory: , , , , , , .