গ্রেটার সিডনিতে ঘোষণা করেছে নিউ সাউথ ওয়েলস সরকার। কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পেয়ে নতুন ৮০টি কেস সনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সিডনির উলাহরা, ওয়েভারলি, র্যান্ডউইক এবং সিটি অফ সিডনি— এই চারটি লোকাল গভার্নমেন্ট এলাকায় যারা বসবাস ও কাজ করেন, তাদেরকে এর আগে, (ঘরে থাকার নির্দেশ) অনুসরণ করতে বলা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস-এর প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান ঘোষণা করেছেন, গ্রেটার সিডনির পুরোটাই এসব নির্দেশনার আওতায় আনা হবে, যার মধ্যে রয়েছে, সেন্ট্রাল কোস্ট, ব্লু মাউন্টেইন্স, ওলংগোং এবং এখন শেলহারবারও। এই লকডাউন চলবে ২৬ জুন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৯ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ পর্যন্ত।
প্রিমিয়ার বলেন, অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে কমিউনিটি সংক্রমণ ঘটা প্রতিরোধ করার জন্য এই দু’সপ্তাহের লকডাউনটির দরকার ছিল।
তিনি বলেন,
“যখন আপনার ডেল্টা ভ্যারিয়েন্টের মতো কোনো সংক্রামক ভ্যারিয়েন্ট থাকে, তখন তিন দিনের জন্য লকডাউন করে এবং কমিউনিটি থেকে ভাইরাস বাবল সরিয়ে নিয়ে কোনো লাভ নেই।”নতুন নিষেধাজ্ঞাসমূহের তাৎপর্য:
Source: NSW Government
গ্রেটার সিডনির জন্য স্টে-অ্যাট-হোম (ঘরে অবস্থান করার) নির্দেশনাসমূহ
২৬ জুন, শনিবার রাত ১১:৫৯ পিএম থেকে গ্রেটার সিডনির সকলে অপরিহার্য প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। অপরিহার্য প্রয়োজন বলতে বোঝাচ্ছে:
- খাবার কিংবা অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা ও পরিষেবা গ্রহণের জন্য বাজারে যাওয়া;
- চিকিৎসা সেবা কিংবা কাউকে শোক ও সমবেদনা জানানোর জন্য যাওয়া, যার মধ্যে রয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ (যদি না কোভিড-১৯ এ আক্রান্ত কারও সঙ্গে আপনার ঘনিষ্ঠ যোগাযোগ থাকে);
- ঘরের বাইরে ১০ জনের বা তার চেয়ে কম লোকের দলে ব্যায়ামের জন্য যাওয়া;
- যে-সব ক্ষেত্রে ঘর থেকে কাজ কিংবা পড়াশোনা করা সম্ভব হয় না, সে-সব ক্ষেত্রে কাজ ও পড়াশোনার জন্য বাইরে যাওয়া;
বিয়েশাদী, অন্ত্যেষ্টিক্রিয়া এবং কমিউনিটি স্পোর্টস
এই উইকএন্ড বা সপ্তাহান্তে বিয়েশাদীর অনুষ্ঠান আয়োজনের অনুমতি আছে। তবে, ২৮ জুন, সোমবার থেকে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত অনুমতি নেই।
অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে প্রতি বর্গমিটারে একজন করে সর্বোচ্চ ১০০ ব্যক্তি অংশ নিতে পারবেন এবং ইনডোরে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
এই সময়কালে কমিউনিটি স্পোর্টের কোনো অনুমতি নেই।
গ্রেটার সিডনিতে এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে অন্তত ৯ জুলাই মাঝরাত পর্যন্ত। মিজ বেরেজিক্লিয়ান বলেন, সাত দিন পর স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতির মূল্যায়ন করবে। তবে, সে সম্পর্কে তিনি বলেন, ‘সেটা করা হবে দু’সপ্তাহের লকডাউন করার অভিপ্রায়ে ও উদ্দেশ্যে’।
নিউ সাউথ ওয়েলসের বাকি অংশের কী হবে?
ব্লু মাউন্টেইন্স, সেন্ট্রাল কোস্ট এবং ওলংগোং-সহ গ্রেটার সিডনিতে কেউ যদি ২১ জুন বা তার পরবর্তী সময়ে গিয়ে থাকেন, তাহলে তাকে বলা হচ্ছে, সে এলাকা ছেড়ে যাওয়ার পর থেকে ১৪ দিন পর্যন্ত স্টে-অ্যাট-হোম (ঘরে অবস্থান করার) নির্দেশনা অনুসরণ করতে।
নিউ সাউথ ওয়েলসের অন্যান্য স্থানের বাসিন্দারা গ্রেটার সিডনিতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র প্রয়োজন পূরণের উদ্দেশ্যে।
রিজিওনাল নিউ সাউথ ওয়েলসে বেশ কিছু নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হচ্ছে।
জন-সমাগম সীমা
ঘরে, শিশু-সহ মোট পাঁচ জন অতিথি গ্রহণ করা যাবে।
ফেস মাস্ক বাধ্যতামূলক
কর্মক্ষেত্র এবং আউটডোরে আয়োজিত অনুষ্ঠান-সহ সকল ইনডোর অনাবাসিক ক্ষেত্রে ফেস মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।
সামাজিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞাসমূহ
ইনডোর ভেন্যুগুলোতে দাঁড়িয়ে থেকে মদ্যপান করার অনুমতি নেই। ইনডোর হসপিটালিটি ভেন্যুগুলোতে, কিংবা নাইটক্লাবগুলোতে ড্যান্সিংয়ের অনুমতি নেই। তবে, শুধুমাত্র বিয়েশাদীর অনুষ্ঠানের ক্ষেত্রে ড্যান্সিংয়ের অনুমতি রয়েছে (তবে, ২০ জনের অধিক নয়)।
দর্শক-শ্রোতাদের গান গাওয়া এবং ইনডোর ভেন্যুতে কোয়াইয়ার (ধর্ম-সঙ্গীত) কিংবা ইনডোর উপাসনালয়গুলোতে উপাসকদের জড় হয়ে গান গাওয়ার অনুমতি নেই।
প্রতি চার বর্গমিটার স্থানে একজন ব্যক্তির অবস্থান করার নিয়মটি পুনরায় চালু করা হচ্ছে বিয়েশাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়া-সহ সকল ইনডোর এবং আউটডোর অনুষ্ঠানের ক্ষেত্রে।
আউটডোরে বসার এবং টিকেটের ব্যবস্থাওয়ালা অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে সেসব ভেন্যুর আসন-সংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করা যাবে।
জিম ক্লাসগুলো সীমিত
গ্রেটার সিডনি লকডাউন রিজিওনের বাইরে ড্যান্স এবং জিম ক্লাসগুলো সীমিত থাকবে ক্লাস-প্রতি সর্বোচ্চ ২০ জনের মধ্যে এবং ফেস মাস্ক অবশ্যই পরিধান করতে হবে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
ইন্টার-স্টেট এবং ট্রান্স-টাসম্যান ভ্রমণ নিষেধাজ্ঞা
সিডনিতে কোভিড-১৯ প্রাদূর্ভাবের পর সকল স্টেট ও টেরিটোরি বিভিন্ন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এ সপ্তাহের শুরুর দিকে সেন্ট্রাল কোস্ট, ব্লু মাউন্টেইন্স, শেলহারবার এবং ওলংগোং-সহ সম্পূর্ণ গ্রেটার সিডনি এলাকাকে ভিক্টোরিয়া তাদের ট্রাভেল পারমিট সিস্টেম অনুসারে শুক্রবার রাত ১.০০ এএম থেকে রেড জোন ঘোষণা দেয়। যারা এসব এলাকায় সম্প্রতি ভ্রমণ করেছেন, তাদেরকে কোনো প্রকার ব্যতিক্রম ছাড়া, নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নিউ সাউথ ওয়েলসের কোভিড-১৯ হট স্পটগুলো থেকে আসা ভ্রমণকারীরা যারা ভিক্টোরিয়া অতিক্রম করতে চান, তাদের প্রতি পুরাদস্তুর সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
ভিক্টোরিয়ার হেলথ মিনিস্টার মার্টিন ফোলি শনিবার বলেন,
“বার্তা অনেক সহজ। নিউ সাউথ ওয়েলসের কোনো রেড জোন থেকে ভিক্টোরিয়ায় আসবেন না। ভিক্টোরিয়ানদের প্রতি, নিউ সাউথ ওয়েলসের সেসব রেড জোনগুলোতে যাবেন না।”
গ্রেটার সিডনি, সেন্ট্রাল কোস্ট, ব্লু মাউন্টেইন্স, ওলংগোং এবং শেলহারবারের লোকজনের প্রতি কুইন্সল্যান্ড একই ধরনের নিয়ম আরোপ করেছে। আর, সাউথ অস্ট্রেলিয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ১১ জুন থেকে যারাই নিউ সাউথ ওয়েলসে গিয়েছেন তাদের প্রতি (সীমান্তবর্তী কমিউনিটিগুলোকে বাধা প্রদান করা হচ্ছে)।
নিউ সাউথ ওয়েলস থেকে আসা ভ্রমণকারীদের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াও তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
গ্রেটার সিডনিকে হট স্পট ঘোষণা করেছে নর্দার্ন টেরিটোরি। এসব এলাকা থেকে যারা নর্দার্ন টেরিটোরিতে গিয়েছেন, তাদেরকে জোর করে ১৪ দিনের জন্য সুপারভাইজড কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। আর, উচ্চ-ঝুঁকি-সম্পন্ন লোকাল গভার্নমেন্ট এলাকাগুলো থেকে আসা ভ্রমণকারীদেরকে টাসম্যানিয়ায় প্রবেশ করার ক্ষেত্রে বিনা ব্যতিক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্যটি।
আর, সাম্প্রতিক প্রাদূর্ভাবের প্রতিক্রিয়ায় নিউ জিল্যান্ডও ।
করোনাভাইরাস বিষয়ক সরকারি তথ্য
- ডিপার্টমেন্ট অফ হেলথ - COVID-19 Vaccine information .
- ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স - COVID-19 information .
- অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
- আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
- Please check the relevant guidelines for your state or territory: , , , , , , .
আরও দেখুন:
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ টিকা কীভাবে পাবেন?