মিডিয়া রিলিজে বলা হয়েছে, এই অতিরিক্ত ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি'র (আইএফআরসি) মাধ্যমে প্রদান করা হবে। করোনাভাইরাস মোকাবিলায় অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে ও বিতরণ করতে এই অর্থ ব্যবহার হবে।
গত বছর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, করোনা সচেতনতা প্রচারণা এবং জরুরী খাদ্য ও আয় সহায়তা দিতে বাংলাদেশকে ৫ মিলিয়ন ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া। এই সহায়তা দেয়া হবে বাংলাদেশি বেসরকারি সাহায্য সংগঠন ব্র্যাক (BRAC), ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) এবং ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর মাধ্যমে।অস্ট্রেলিয়া হাইকমিশন মিডিয়া রিলিজে আরো বলা হয়, বিশ্বব্যাপী নিরাপদ ও কার্যকরভাবে করোনা টিকা সরবরাহ বৃদ্ধি করতে অস্ট্রেলিয়া কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে কোভ্যাক্সকে ৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অগ্রিম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর সুবিধা বাংলাদেশও পাবে।
Australia provides COVID-19 support to North East Indian Ocean neighbours including Bangladesh Source: Australian High Commission, Dhaka
অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, 'বাংলাদেশের পুরনো বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেন আমাদের এ অঞ্চল নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এ মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া ও আমাদের অংশীদাররা বাংলাদেশের সঙ্গে আছে।'
উল্লেখ্য করোনাভাইরাস মোকাবিলায় অস্ট্রেলিয়া
সহায়তার অংশ হিসেবে নেপাল পাবে ৭ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কা পাচ্ছে অতিরিক্ত ৫.৫ মিলিয়ন ডলার, এর আগে দেশটিকে কোভিড ১৯ সম্পর্কিত সহায়তার জন্য ৬.২ মিলিয়ন ডলার হয়েছিল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং নারী বিষয়ক মন্ত্রী সিনেটর ম্যরিস পেইন বলেন, অস্ট্রেলিয়া উত্তর-পূর্ব ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, "অস্ট্রেলিয়ান কমিউনিটি বাংলাদেশ, নেপাল এবং শ্রীলংকায় তাদের আত্মীয়-পরিজনদের নিয়ে উদ্বেগের মধ্যে আছে।"
এদিকে মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সিনেটর জেড সেসিলজা বলেন, অস্ট্রেলিয়া এই অঞ্চলের মানুষের কাছে গুরুতর ও মানবিক সাহায্য পৌঁছে দিতে তাদের বিশ্বস্ত বেসরকারি সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
অস্ট্রেলিয়া সরকার ২৪-ঘন্টার কনস্যুলার ইমার্জেন্সি সহায়তা দিয়ে থাকে। কারো জরুরী কনস্যুলার সহায়তা প্রয়োজন হলে যোগাযোগ করুন কনস্যুলার ইমার্জেন্সি সেন্টারের নাম্বারে +61 2 6261 3305 (অস্ট্রেলিয়ার বাইরে থেকে) এবং 1300 555 135 (অস্ট্রেলিয়ার ভেতর থেকে)।
অস্ট্রেলিয়ানরা যদি ভ্রমণ বিষয়ক পরামর্শ চান তবে ওয়েবসাইটটি দেখুন। জরুরী নয় এমন তথ্যের জন্য কাছাকাছি অস্ট্রেলিয়ান এমব্যাসি, বা কনস্যুলেটে যোগাযোগ করুন বা ইমেইল করুন [email protected]
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
আরো দেখুন: